মহাদেব নিজের মুখে বলেছেন একটি মন্ত্র! যা জপ করলেই সরাসরি মিলবে দেবাদিদেবের আশীর্বাদ

মহাদেব নিজের মুখে বলেছেন একটি মন্ত্র! যা জপ করলেই সরাসরি মিলবে দেবাদিদেবের আশীর্বাদ

মহাদেব নিজের মুখে বলেছেন
একটি মন্ত্র!

যা জপ করলেই সরাসরি মিলবে
দেবাদিদেবের আশীর্বাদ!

জীবনে নেমে আসবে সুখ-শান্তি!
মাটি ছুঁয়ে ফলাবে সোনা!

খুলে যাবে উন্নতির পথ!
আর্থিক টানাটানির দিন শেষ হবে!

কি সেই মন্ত্র?
যার শক্তি জগৎ বিখ্যাত!

হিন্দু শাস্ত্রে মন্ত্র পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। মন্ত্র পাঠ করলে অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির জয় ঘটে। বিপদে আপদে প্রাণ রক্ষা হয়। হিন্দু ধর্মে মন্ত্রের শেষ নেই। ৩৩ কোটি দেব দেবীর মতন মন্ত্রের সংখ্যাও অগণিত। তবে হিন্দু ধর্মে একটি জাগ্রত ও শক্তিশালী মন্ত্র রয়েছে। যার প্রভাব ও কার্যকারিতা সবচেয়ে বেশি বলে মানা হয়। মন্ত্রটির নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। শাস্ত্র মতে, এটি মহাদেব নিজের মুখে উচ্চারণ করে দিয়েছেন। ভক্তদের বিপদ থেকে পরিত্রাণ পেতে এই মন্ত্র জপ করার বিধান দিয়েছেন স্বয়ং মহাদেব।

মন্ত্রটি কেমন হবে দেখুন –

ওম ত্র্যম্বকম যজামাহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম/
উর্ভারুকমিভ বন্ধননমৃ্ত্যৌরমুকশি মামৃতাত।

এই মন্ত্র খুবই জাগ্রত। এটি জপ করার আগে কিছু নিয়ম পালন আবশ্যক। এক নজরে দেখুন নিয়মাবলীগুলো –

১, এই মন্ত্র জপ করবেন ব্রক্ষ্ম মুহূর্তে। অর্থাৎ ভোর সাড়ে চারটে নাগাদ।

2, মন্ত্র জপ করার আগে স্নান করে নেবেন।

3, রুদ্রাক্ষের মালার সাহায্যে এই মন্ত্র জপ করুন।

4, মন্ত্র জপ করার সময় ধুপ, দ্বীপ জ্বালিয়ে রাখুন।

5, কুশের আসনে বসে ধীরে ধীরে এই মন্ত্র জপ করুন।

6, এই মন্ত্র জপ করার সময় গায়ে চন্দনের ছিটে দিন।

এই মন্ত্র পাঠ করলে যে যে উপকার পাওয়া যায়-

1, এই মন্ত্রের জপ করলে সমস্ত রকম গ্রহের দোষ থেকে রেহাই পাওয়া যায়।

2, আর্থিক সমৃদ্ধি ঘটে।

3, ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি হয়।

4, ভক্তিভরে নিয়মিত এই মন্ত্র জপ করলে কালসর্প দোষ, বাস্তু দোষ, পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *