২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত লোকসানের অঙ্ক কষবে ৩ রাশি! মাথার ঘাম পায়ে ফেলেও লাভের মুখ দেখবে না
২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত
লোকসানের অঙ্ক কষবে ৩ রাশি!
মাথার ঘাম পায়ে ফেলেও
লাভের মুখ দেখবে না!
কেরিয়ার-ব্যবসায় আসবে
প্রবল সমস্যা!
অফিসে জুটবে বসের গালমন্দ
বাড়িতে শুনবে বৌয়ের কটু কথা!
দীর্ঘ দিনের প্রেমে ধরবে ফাটল!
দুর্ভোগের শেষ থাকবে না!
তালিকায় কারা কারা রয়েছেন
দেখুন
হিন্দু শাস্ত্রে গ্রহ নক্ষত্রের গোচর মানেই গুরুত্বপূর্ন একটি বিষয়। কারণ গ্রহ নক্ষত্রের গোচরের সাথে বিভিন্ন রাশির সরাসরি সম্পর্ক রয়েছে। চলতি বছর কন্যা রাশিতে অস্ত গিয়েছে মঙ্গল। ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত কন্যা রাশিতে মঙ্গল অস্ত দশায় থাকবে। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে ৩টি রাশি। নানান রকম সমস্যা তৈরি হবে। চরম লোকসানের সম্মুখীন হতে হবে তিনটি রাশির জাতকদের। তালিকায় রয়েছে কোন তিনটি রাশি।
১, মেষ রাশি : না চাইলেও সমস্যায় পড়বে মেষ রাশির জাতকেরা। হঠাৎ চারিদিকে শত্রু বাড়বে। অফিসের বস অসন্তুষ্ট হবে। বাড়িতে বৌয়ের অশান্তি বাড়বে। কথা কাটাকাটি মাত্রা ছাড়িয়ে যাবে। বাবা মায়ের সাথে দূরত্ব ও মতানৈক্য বাড়বে।
২, বৃষ রাশি –
লাগাম ছাড়া কাজের চাপ বাড়বে। ভালো চাকরি হাত ছাড়া হতে পারে। আয় উন্নতির পথে হঠাৎ হঠাৎ বাধা আসতে পারে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরতে পারে।
৩, ধনু রাশি –
সাফল্য লাভের একাধিক প্রচেষ্টা চালাবেন কিন্তু সাফল্য অধরাই থেকে যাবে। কর্মক্ষেত্রে মাথার ঘাম পায়ে ফেলেও উপযুক্ত সম্মান জুটবে না। ধনু রাশির মধ্যে যারা ব্যবসায়ী তাদের লোকসানের মুখ দেখতে হবে। আত্মীয়-স্বজনদের উপকার করেও নাম যশ মিলবে না।
Leave a Reply