৪০ বছর পর জেগে উঠেছে লক্ষ লক্ষ বিষাক্ত, বিচ্ছিরি পোকা! কৃমির মতন দেখতে ভাইরাস, ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর
৪০ বছর পর জেগে উঠেছে
লক্ষ লক্ষ বিষাক্ত, বিচ্ছিরি পোকা!
কৃমির মতন দেখতে
ভাইরাস, ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর!
একবার ছড়িয়ে পড়লেই
ভয়ংকর বিপদ!
পৃথিবীর বরফ গলে যাওয়ায়
বেরিয়ে আসছে পোকাগুলো!
আতঙ্কে শিহরিত বিজ্ঞানীরা!
তবে কি নতুন কোনো মহামারী আসতে চলেছে?
পৃথিবী এক সময় ধ্বংস হয়ে যাবে! নিশ্চিহ্ন হয়ে যাবে সমগ্র মানবজাতি! বহুবার এই কথা আমরা শুনে থাকি। তবে এবার বোধ হয় সত্যি সত্যি ধ্বংসের মুখে গোটা বিশ্ব ব্রক্ষ্মান্ড। কারণ সামনে এসেছে এমনই এক তথ্য। যা শোনার পর আপনারও চোখের ঘুম উড়ে যাবে। আন্তরজাতিক তথ্য সূত্রে খবর, সাইবেরিয়ায় গলে যাওয়া বরফের ভেতর থেকে জেগে উঠছে এক ধরনের পোকা। যে পোকাগুলো ৪০ বছরেরও বেশি সময় ধরে ঘুমিয়ে ছিল।
এই ঘটনায় বিপদের আঁচ পাচ্…
Leave a Reply