কালী পুজোয় টাকার সাগরে ভাসবে ৩ রাশি! হাতে পাবে বিপুল ধন সম্পদের পাহাড়
কালী পুজোয় টাকার সাগরে ভাসবে
৩ রাশি!
হাতে পাবে বিপুল ধন সম্পদের পাহাড়!
সোনায় মুড়বে কপাল!
অর্থভাগ্য তুঙ্গে থাকবে!
মাটি ছুঁয়ে সোনা ফলাবে!
শুরু হবে বাড়ি গাড়ি কেনার যোগ!
কোটি টাকার লটারিতে ফটকার চান্স!
কাদের কপালে রয়েছে
এই সুবর্ন সুযোগ?
জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্রের অবস্থানকে অনেক গুরুত্ব দেওয়া হয়। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর বিভিন্ন রাশির শুভ , অশুভ দিক নির্ধারিত হয়। চলতি বছর শনি গ্রহ কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় গোচর করছে। ফলে এই সময় তৈরি হবে শশ রাজযোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই শশ রাজযোগের প্রভাবে প্রভাবিত হবে ৩ রাশি।
১, বৃষ রাশি –
জ্যোতিষ গননা অনুযায়ী শশ রাজযোগের প্রভাবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে বৃষ রাশির। ভাগ্যের চাকা ঘুরে যাবে। কর্ম স্থানে পদোন্নতির যোগ থাকবে। বেতন বাড়বে। সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে। আয় উন্নতি তুঙ্গে থাকবে।
২, সিংহ রাশি –
দাম্পত্য জীবনে অপার সুখ আসবে। স্বামী স্ত্রীর কলহ মিটে যাবে। সন্তানদের বিদেশ পাঠানোর সুযোগ আসবে। বাড়ি গাড়ি কেনার যোগ তৈরি হবে। মামলা মোকদ্দমায় সাফল্য আসবে।
৩, কুম্ভ রাশি –
অশেষ কৃপা পেতে চলেছে কুম্ভ রাশি। আত্মবিশ্বাস বাড়বে। লটারিতে কোটি টাকা জেতার যোগ তৈরি হবে। সমাজে, পরিবারে সম্মান বাড়বে। পুরনো রোগের হাত থেকে রেহাই মিলবে।
Leave a Reply