জরায়ু ক্যান্সারের ৫টি আসল লক্ষণ কি কি জানেন? ঘরে বসে একে একে মিলিয়ে নিন লক্ষণগুলো

জরায়ু ক্যান্সারের ৫টি আসল লক্ষণ কি কি জানেন? ঘরে বসে একে একে মিলিয়ে নিন লক্ষণগুলো

জরায়ু ক্যান্সারের ৫টি আসল লক্ষণ
কি কি জানেন?

এই ৫টি লক্ষণ বুঝিয়ে দেবে
আপনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত কি না!
জানিয়ে দেবে চিকিৎসা শুরুর সঠিন সময়!

ঘরে বসে একে একে
মিলিয়ে নিন লক্ষণগুলো!

একবার বুঝে গেলেই
এড়িয়ে যেতে পারবেন প্রাণের ঝুঁকি!
বাঁচাতে পারবেন মূল্যবান জীবন!

সচেতনতার অভাব ও সংকোচবোধ এই দুটি কারণেই জরায়ু ক্যান্সারের শিকার ভারতের সিংহভাগ নারী। সারা বিশ্ব জুড়ে এই রোগের প্রকোপ বেড়েই চলেছে। নিঃশব্দে এই রোগের বলি হচ্ছে অগণিত নারী। আট থেকে আশি যে কোনো বয়সেই জরায়ু ক্যানসার শরীরে থাবা বসাতে পারে। এটি একটি সাইলেন্ট কিলার। তবে এই রোগের হাত থেকেও বেঁচে ফেরা যায়। যদি সময় থাকতে থাকতে শরীরে দেখা দেওয়া জরায়ু ক্যান্সারের 5টি লক্ষণ আগে থেকে বুঝতে পারি। এই ৫ টি লক্ষণ আমাদের বাঁচার সুযোগ দেয়। বুঝিয়ে দেয় যে চিকিৎসা শুরু করাটা জরুরি। কিন্তু আমরা 90% মানুষই এই লক্ষণগুলোকে খেয়ালেই রাখি না। চলুন এক নজরে দেখে নিই জরায়ু ক্যান্সারের ৫টি প্রধান ও সহজ সংকেত –

১. ক্ষুধা কমে যাওয়া –

হঠাৎ করেই ক্ষুধা কমে যাওয়া জরায়ু ক্যান্সারের লক্ষণ। এই লক্ষণ দেখে দিলেই দেরি না করে দ্রুত চেক আপ করান।

২. বার বার বমি হওয়া –

কোনো কারণ ছাড়া শুধু শুধু বমি হলে সতর্ক হন। বিনা কারণে বমি জরায়ু ক্যান্সারের অন্যতম লক্ষণ।

৩. পেট ফুলে থাকা –

গ্যাস, অম্বল ছাড়া অযথা পেট ফুলে থাকলে অবশ্যই সাবধান হন। জরায়ু ক্যান্সার দ্বিতীয় স্টেজে চলে গেলে এই লক্ষণটি দেখা যায়।

৪. ঘন ঘন কোষ্ঠকাঠিন্য –

শক্ত খাবার না খেয়েও মল শক্ত হলে ডাক্তার দেখান। সম্ভব হলে জরায়ু ফুল চেক আপ করিয়ে নিন।

৫. নিম্নাঙ্গে চাপ ও বেদনা –

মাঝে মাঝে নিম্মাঙ্গে চাপ ও বেদনার অনুভূতি হলেও হালকা ভাবে নেবেন না। এক্ষেত্রেও গাইনী ডাক্তারের সাহায্য নিন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *