গরীব স্বামীকে রাজা বানিয়ে দেয় ৪টি রাশির মহিলা! এদেরকে বিয়ে করলে কোনও দিন অভাব আসবে না
গরীব স্বামীকে রাজা বানিয়ে দেয়
৪টি রাশির মহিলা!
এদেরকে বিয়ে করলে
কোনও দিন অভাব আসবে না!
টাকা পয়সায় ভাসবে সংসার!
এই ৪ রাশির নারীর মধ্যে
বিরাজ করে স্বয়ং মা লক্ষ্মী!
তালিকায় রয়েছে কারা?
সনাতন ধর্মে বিয়ের আগে পাত্র পাত্রীর কোষ্ঠী ও রাশি মিলিয়ে নেওয়া হয়। কারণ হিন্দু বিবাহ শাস্ত্র মতে স্বামী স্ত্রীর রাশি ও কোষ্ঠী সামঞ্জস্যপূর্ন হলে তবেই বিবাহ সুখের হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, ৪টি রাশি রয়েছে, যে রাশি গুলোর মহিলা তথা স্ত্রী জাতিরা অনেক সৌভাগ্যবান হয়। এই ৪টি রাশির মহিলাদের যারা বিয়ে করেন তারা রাজার হালে বিরাজ করেন। এদেরকে বিয়ে করলে যে কোনও গরীব পুরুষ রাতারাতি বড়লোক হয়। কারণ এই চার রাশির মহিলাদের মধ্যে মা লক্ষ্মী বিরাজ করেন। এদেরকে মা লক্ষ্মীর স্বরূপ মানা হয়। তালিকায় রয়েছে কোন ৪ টি রাশি –
১, কর্কট রাশি: এই রাশির মহিলাদের স্বামীর মঙ্গলের কারণ মানা হয়। যে বাড়িতে এই রাশির মেয়েরা বৌ হয়ে যায় সেই বাড়িতে অভাব থাকে না। মা লক্ষ্মীর সর্বদা ঘরের কোণে বিরাজ করে। শ্বশুরবাড়ির আয় উন্নতি হয়, রোগ ব্যাধি দূর হয়। এই রাশির স্ত্রীরা স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের কাজ করে ফলে অনায়াসে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে।
২,তুলা রাশি:
সংসারের হাল ফেরাতে ওস্তাদ তুলা রাশির নারীরা। এরা খুবই বন্ধুত্বপরায়ণ হয়। স্বামীর সঙ্গে সব সময় এদের সদ্ভাব বজায় থাকে। স্বামীকে আগলে রাখা, স্বামীর মনের কথা শোনা সবেতেই সিদ্ধহস্ত তুলা রাশির নারীরা। এদের এই গুণাবলী গুলির কারণে সংসারের সুখ সমৃদ্ধির অভাব থাকে না।
৩, বৃশ্চিক রাশি :
এই রাশির নারীরা খুবই আবেগপ্রবণ হয়। এদের মধ্যে ভরপুর মায়া মমতা থাকে। এরা খুব মিষ্টিভাশী হয়। এদের আচার ব্যবহারের কারণে শশুর বাড়িতে শশুর শাশুড়িরা বৃশ্চিক রাশির জাতিকাদের খুব কদর করেন।
৪, মীন রাশি:
এরা কখনই ঝামেলা করে না। স্বামীর সাথে কখনো দ্বিমত পোষণ করে না। মীন রাশির জাতিকারা শ্বশুরবাড়িতে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলে। পরিস্থিতি যাই হোক না কেন মীন রাশির জাতিকাদের কাছে শ্বশুরবাড়িই সবার আগে, সব কিছুর উর্ধ্বে।
Leave a Reply