শনির সাড়ে সাতির ছোবলে ছারখার একসঙ্গে ৩ রাশি! টানা দুবছর মারাত্মক বিপদ

শনির সাড়ে সাতির ছোবলে ছারখার একসঙ্গে ৩ রাশি!
টানা দুবছর মারাত্মক বিপদ

শনির সাড়ে সাতির ছোবলে
একসঙ্গে ৩ রাশি!
টানা দুবছর মারাত্মক বিপদ!

২০২৫ সাল পর্যন্ত
ছারখার ৩ রাশির জাতক জাতিকা!

খ্যাপাটে শনির অভিশাপে
খোয়া যাবে চাকরি!
খেতে হবে ধোঁকা!

ভেঙে যাবে সংসার
দিতে হবে ডিভোর্স!
বিপদ সীমায় কোন ৩ রাশি?

কর্মগুরু শনিদেব। যে যেমন কর্ম করে শনি মহারাজ তাঁকে তেমনি ফল দেয়। কর্মের মধ্যে দিয়ে যে ব্যাক্তি শনিদেবের কৃপা লাভ করেন তার আর চিন্তার কিছু থাকে না। তিনি সমস্ত সুখের অধিকারী হন। অন্যদিকে যে ব্যক্তি কর্মের মধ্য দিয়ে শনি দেবের অভিশাপ লাভ করেন তাঁর গোটা জীবনটাই কষ্টের মধ্যে কাটে। শনি দেবের সবেচেয় ভয়ংকর গোচর সাড়ে সাতি। একবার শনির সাড়ে সাতির কবলে পড়লে টানা সাড়ে সাত বছর নানা ধরনের বিপদ আপদের মধ্যে দিয়ে যেতে হয়। এই মুহূর্তে ৩টি রাশি শনির সাড়ে সাতির কবলে রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত এই তিনটি রাশির জাতক জাতিকারা নরকযন্ত্রণা ভোগ করবে। তালিকায় কারা রয়েছে দেখুন –

১, মকর রাশি –

শনির কবলে থাকায় ২০২৫ সাল পর্যন্ত কাতরাতে হবে মকর রাশির জাতকদের। হাজার চেষ্টা করলেও সাফল্যের মুখ খুব কমই দেখবে এই রাশির জাতকেরা। ধার, দেনা বেড়ে যাওয়া, সাংসারিক কলহ, দাম্পত্যে চির নানা ধরনের সমস্যা বাড়তে পারে।

২, কুম্ভ রাশি –

২০২৫ সাল পর্যন্ত নানা ধরনের চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাবে কুম্ভ রাশি। বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি হবে। ডিভোর্সের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতির সুযোগ নেই। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা বেশি।

৩, মীন রাশি –

এখন থেকে ২০২৫ সাল পর্যন্ত খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে মীন রাশির জাতকেরা। আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়বে। আত্মীয় স্বজনদের কাছ থেকে ধাক্কা খাবে। দীর্ঘদিনের প্রজেক্ট আর্থিক ভাবে ভেস্তে যাবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *