vবাড়ির পাপোষের নিচে চুপচাপ রেখে দিন ৪টি জিনিস! দূরে পালাবে অলক্ষ্মী, লাফিয়ে বাড়বে আয়-উন্নতি

vবাড়ির পাপোষের নিচে চুপচাপ রেখে দিন ৪টি জিনিস! দূরে পালাবে অলক্ষ্মী, লাফিয়ে বাড়বে আয়-উন্নতি

বাড়ির পাপোষের নিচে
চুপচাপ রেখে দিন ৪টি জিনিস!

দূরে পালাবে অলক্ষ্মী!
ঘরে ঢুকবে মা লক্ষ্মী!

লাফিয়ে লাফিয়ে
বাড়বে আয় উন্নতি!

হু হু করে বাড়বে
টাকার পাহাড়!

এই ৪টি জিনিস কি কি?
দেখুন

আমাদের সকলের বাড়িতেই পাপোষ থাকে। পায়ের ধুলো পরিষ্কারের জন্য পাপোষ ব্যবহার হয়। আপনারা কি জানেন এই পাপোষ আপনাকে বড়লোক বানিয়ে দিতে পারে। আপনি গরীব থেকে মহাধনী হতে পারেন শুধুমাত্র এই পাপোষকে কাজে লাগিয়ে। এরজন্য আপনাকে মানতে হবে বাস্তু শাস্ত্রের বেশ কিছু গোপন টোটকা। বাস্তুশাস্ত্রে পাপোষের নীচে ৪টি উপাদান রাখার বিধান দেওয়া হয়েছে। এই ৪টি উপাদান পাপোষের নিচে রাখলে ফুলে ফেঁপে ধনী হয়ে উঠবেন, পজেটিভ এনার্জিতে বলীয়ান হবেন। দেখুন এই ৪টি উপাদানগুলো কি কি –

১, পাপোষের নিচে ফিটকিরী: বাস্তুশাস্ত্রে পাপোশের নিচে ফিটকিরী রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়। ইতিবাচক শক্তি জাগ্রত হয়। বাড়িতে শান্তি বিরাজ করে।

2, পাপোষের নিচে জবা ফুলের ঢাল: পাপোশের নিচে জবা ফুলের ডাল রাখলে অশুভ শক্তির বিনাশ ঘটে। শুভ শক্তির সূচনা ঘটে। বাস্তুশাস্ত্রে বাড়ির সদর দরজায় যে পাপোশ রয়েছে তার নিচে জবা ফুলের ডাল রাখার বিধান দেয়। এই নিয়ম মানলে দীর্ঘদিন ধরে যাদের বাড়িতে ঝগড়া অশান্তি হয়ে আসছে, সেই বাড়িতে শান্তির পরিবেশ তৈরি হয়।

৩, পাপোষের নিচে কালো সুতো: বাস্তুশাস্ত্রে বাড়ির সদর দরজার পাপোশের নিচে কালো সুতো রাখার নির্দেশ দেওয়া হয়। এতে করে কুনজর কাটে। বাড়ির আয় উন্নতি বাড়ে। বাড়ি থেকে রোগ বালাই দূর হয়।

৪, পাপোষের নিচে কর্পূর: পাপোশের নিচে কর্পূর রাখলে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় হয়। বাড়ির মঙ্গল ও কল্যাণ হয়।

বাস্তুশাস্ত্রের এই টোটকাগুলো মেনে চললে ঘরে সুখ শান্তি আসতে বাধ্য।ভ


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *