আর মাত্র ৪ দিন, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ৬টি পুরনো নিয়ম! যা সরাসরি প্রভাবিত করবে আমজনতাকে

আর মাত্র ৪ দিন, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ৬টি পুরনো নিয়ম! যা সরাসরি প্রভাবিত করবে আমজনতাকে

১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে
একাধিক নিয়ম

১টি নয়, ২টি নয়
বদলে যাচ্ছে ছয় ছয়টি নিয়ম

আর মাত্র ৪ দিন!
না জানলেই মহাবিপদে!

ব্যাংক একাউণ্ট থেকে সরকারি স্কিম
আগাগোড়া পাল্টে যাবে অনেক কিছুই
সরাসরি প্রভাবিত হবে আমজনতা

কী কী নিয়ম বদলালো?
দেখুন…………………………

সরকারের তরফে প্রায়শই ঘোষণা করা হয় নতুন নতুন নিয়ম, পরিবর্তন আসে নিয়মে। কিন্তু অনেকক্ষেত্রেই সাধারণ মানুষের অজানা থাকে সেই সব নিয়ম। তাইতো পড়তে হয় সমস্যায়। তেমনই, এবারে অক্টোবর মাসের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। যেগুলি না জানলে সমস্যায় পড়বেন আপনিও। তাই আসুন এক নজরে দেখেনি কি সেই ৬ পরিবর্তন বা নতুন নিয়ম।

১. টাকা হবে কাগজ

হ্যাঁ ঠিকই শুনছেন। ২০০০ টাকার গোলাপী নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।এই বিষয়ে নোটিসও জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্ষেত্রে যদি আপনার কাছে এই ধরনের নোট থাকে তাহলে অবিলম্বে সেই টাকা ব্যাংকে জমা দিন । নইলে, আপনার কাছে থাকা টাকা পরিণত হবে সাধারণ কাগজে।

২. বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট

এবার থেকে বাধ্যতামূলক করা হল বার্থ সার্টিফিকেট।কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে বার্থ সার্টিফিকেট অত্যন্ত জরুরি একটি সার্টিফিকেটে পরিণত হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স থেকে আধার কার্ড। রেশন কার্ড থেকে পাসপোর্ট। সবেতেই বাধ্যতামূলক হবে এই জন্ম প্রমাণপত্র। এছাড়া, সরকারি চাকরির ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে এই সার্টিফিকেট।

৩. দামি হচ্ছে বিদেশ ভ্রমণ

এবারে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও আসতে চলেছে নতুন নিয়ম। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে যদি কেউ বিদেশ ট্যুরে যেতে চান সেক্ষেত্রে তাকে করতে হবে বাড়তি খরচ। সাত লক্ষ টাকা পর্যন্ত বিদেশ ট্যুরের ক্ষেত্রে ৫% টিসিএস এবং ৭ লক্ষ টাকার বেশি হলে ২০ শতাংশ টিসিএস খরচ করতে হবে আপনাকে। তবে, খরচা একটু বাড়লেও বিশেষ কিছু সুবিধেও দেওয়া হবে সরকারের তরফে।

৪. নমিনেশন বাধ্যতামূলক ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টে

ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সেবির (SEBI) তরফে জারি করা হল নতুন নিয়ম। সেই নতুন নিয়ম অনুযায়ী, এই ধরনের অ্যাকাউন্ট রয়েছে এমন প্রত্যেককে নমিনেশন বাধ্যতামূলকভাবে করতে হবে। এটি করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে এই নিয়ম না মানলে, অক্টোবর মাসের ১ তারিখ থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট। তাই, ঝামেলা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব নমিনি যুক্ত করুন নিজের অ্যাকাউন্টে ।

৫. মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আসতে চলেছে বড় পরিবর্তন

ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ছাড়াও আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনাকেও নমিনি যোগ করতে হবে। এই কাজটি আপনাকে করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ না সারলে ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। ফলে আর পারবেন না বিনিয়োগ করতে।

৬. সবেতে বাধ্যতামূলক আধার

আগামী ১ অক্টোবর থেকে পিপিএফ, এসএসওয়াই, পোস্ট অফিস স্কিম ইত্যাদিতেও বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড। নতুন নিয়ম অনুসারে, এই সকল ক্ষেত্রে যদি আপনি আধার তথ্য না দেন তাহলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তাই, যদি এই সকল ক্ষেত্রে বিনিয়োগের সময় আপনি আধার নম্বর না দিয়ে থাকেন তাহলে আর সময় নষ্ট না করে আজই করান আধার সংযোগ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *