২০২৫ সাল পর্যন্ত ৩ রাশির দুর্দান্ত সময়! লাভের অংকে হবে মালামাল ফুলে ফেঁপে হবে বড়লোক
২০২৫ সাল পর্যন্ত
৩ রাশির দুর্দান্ত সময়!
লাভের অংকে হবে মালামাল
ফুলে ফেঁপে হবে বড়লোক!
লটারিতে ফটকা!
বাড়ি গাড়ি কেনার যোগ!
টানা ৩ বছর ধরে সোনায় সোহাগা!
তালিকায় রয়েছে
কোন ৩টি রাশি?
জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্রের গোচরকে অনেক গুরুত্বপূর্ন বলে মানা হয়। কারণ গ্রহ নক্ষত্রের গোচরের ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে প্রভাবিত হয়। এই বছর কর্মগুরু শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। যার ফলে গঠিত হয়েছে ত্রিকোণ রাজ যোগ। বিশেষ এই যোগের কারণে প্রভাবিত হতে চলেছে বিশেষ ৩টি রাশি। এক নজরে দেখুন তালিকায় রয়েছেন কারা –
কুম্ভ রাশি : ত্রিকোণ রাজ যোগের কারণে বিশেষ শুভ ফল পেতে চলেছে কুম্ভ রাশির জাতকেরা। কুম্ভ রাশির জাতকদের আয় উন্নতি বাড়বে। সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে। যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন, তাদের চাকরির সন্ধান মিলবে। পারিবারিক মতানৈক্য দূর হবে। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।
বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকাদের শারীরিক অবস্থার উন্নতি সাধন হবে। বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন হবে। পুরনো রোগের হাত থেকে পরিত্রাণ পাবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। কর্মজীবন সফল হবে।
সিংহ রাশি: লাভের অংকে মালামাল হবে এই রাশির জাতকেরা। সংসারিক অশান্তি দূর হবে। চাকরিতে পদোন্নতির যোগ আসবে। স্যালারি বাড়ার সম্ভাবনা থাকবে।
Leave a Reply