ভগবান শিবকে বড়সড় উপহার দিলেন নরেন্দ্র মোদী! যা কেউ কল্পনাও করেনি তাই করে দেখালেন নমো
ভগবান শিবকে বড়সড়
উপহার দিলেন নরেন্দ্র মোদী!
যা কেউ কল্পনাও করেনি
তাই করে দেখালেন নমো!
বিশ্বের কেউ দেয়নি
দেবাদিদেবকে এমন উপহার!
কি সেই উপহার?
এটা কি কোনো মন্দির নাকি অন্য কিছু?
দেখুন সেই উপহারের ছবি
দেখলে বিশ্বাসই হবে না
নরেন্দ্র মোদী দেবাদিদেবের একনিষ্ঠ ভক্ত এই কথা সকলেই জানেন। তাই এবার মহাদেবের প্রতি বিশেষ একটি উপহার উৎসর্গ করার পথে হাঁটছেন নরেন্দ্র মোদী। বিশেষ উপহারটিকে সরাসরি জুড়ে দিলেন ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে। এবার মহাদেবকে উদ্দেশ্য করে ক্রিকেট স্টেডিয়াম উৎসর্গ করতে চলেছেন নরেন্দ্র মোদি। বিশেষ এই ক্রিকেট স্টেডিয়ামটি তৈরি হতে চলেছে পুণ্যধাম বেনারসে। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। তার শেয়ার করা, এই আন্তর্জাতিক স্টেডিয়ামটির কম্পিউটারাইজড ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়।
বিশাল এই স্টেডিয়ামটি তৈরি হচ্ছে ৩০ একর জমির ওপর। খরচের অঙ্কটা প্রায় ৪৫০ কোটি টাকা। গোটা স্টেডিয়ামটি জুড়েই থাকবে নানান অভিনবত্ব। মিডিয়া সেন্টার থেকে এন্ট্রি গেট। ফ্লাড লাইট স্ট্যান্ড থেকে গ্যালারী। সবেতেই থাকবে অভিনবত্ব। কোনওটা হবে বেলপাতার মতন আবার কোনওটা ত্রিশূলের মতন। এছড়াও বাইরে থাকবে এক বৃহৎ আকৃতির ডুগডুগি। এক কথায় চারদিকেই থাকবে মহাদেবের ছোঁয়া।
ইতিমধ্যেই, এই স্টেডিয়ামটির জমি অধিগ্রহণ শেষ হয়েছে। আগামী তিন বছরের মধ্যেই শেষ হবে এর নির্মাণকার্য। গোটা স্টেডিয়ামে একসাথে বসতে পারবে ৩০ হাজার দর্শক । ক্রিকেটারদের জন্য থাকবে বিশেষ প্র্যাকটিস গ্রাউন্ডও। গোটা স্টেডিয়ামটির দায়িত্বে থাকবে BCCI
এই স্টেডিয়ামটি তৈরি হলে, সম্ভবত এটি হবে বিশ্বের প্রথম এমন স্টেডিয়াম যার সাথে জুড়ে যাবে হিন্দু ধর্মের নাম।
Leave a Reply