ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি আর তাঁর গোটা পরিবার বিখ্যাত তাঁদের বিলাসবহুল জীবনযাপনের জন্য। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির খ্যাতিও রয়েছে জগৎ জোড়া। নীতা আম্বানি নিজে একজন কেতাদুরস্ত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি নাচেও দারুন পারদর্শী নীতা আম্বানি একজন জনপ্রিয় নৃত্যশিল্পীও বটে। এছাড়া আইপিএলে অম্বানীদের মালিকানাধীন ‘মুম্বাই ইন্ডিয়ান্স’ পরিচালনার দায়িত্বও পালন করেন অবলীলায়। এখানেই শেষ নয় সমাজ-সেবার পাশাপাশি নীতা আম্বানি হলেন রিলায়েন্স ফাউন্ডেশন সহ ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা।
তাই সবমিলিয়ে ভারতবর্ষের সবচেয়ে বিত্তশালী পরিবার হওয়ার সুবাদেই আম্বানিদের সম্পর্কে অজানা নয় কিছুই। কিন্তু তাঁদের পরিবারে এমন একজন সদস্য রয়েছেন যিনি সবসময় থাকেন লাইম লাইটের বাইরে। আজ আম্বানি পরিবারের এমনই একজন সদস্যের কথাই জানাবো আপনাদের। তিনি হলেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ছোট বোন মমতা দালাল। তাঁকে খুব কম মানুষই চেনেন।
নীতা আম্বানির চেয়ে বছর চারেকের ছোট তার বোন মমতা। তবে অম্বানিদের কাছের মানুষ হলেও মমতা খুবই সাদামাটা জীবনযাপন করেন। আর্থিকভাবে স্বচ্ছল একটি গুজরাটি পরিবারের বেড়ে উঠেছিলেন নীতা এবং মমতা।মমতা পেশায় একজন শিক্ষিকা। পাশাপাশি তিনি হলেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজমেন্ট টিমের সদস্য। মুকেশ আম্বানির সাথে বিয়ের আগে নীতা অম্বানিও শিক্ষতার সাথে যুক্ত ছিলেন।
এখানে বলে রাখি এই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল হলো এমন একটি স্কুল যেখানে বলিউড সেলিব্রিটিদের ছেলেমেয়েরাই পড়াশুনা করেন। তালিকায় রয়েছেন সারা আলী খান, খুশি কাপুর, জাহ্নবী কাপুর এবং ইব্রাহিম খানের মতো জনপ্রিয় স্টার কিডরা। একবার এক সাক্ষাৎকারে মমতা জানিয়েছিলেন তিনি অনেক তারকা সন্তানদের পড়িয়েছেন। তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকার থেকে শাহরুখ খান এর মত জনপ্রিয় তারকারা। তবে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে সমস্ত পড়ুয়াই সমান।
ভারতীয় ধন কুবেরের এই শালিকা বলিউডের সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার জন্য র্যাম্পেও হেঁটেছেন। তবে তিনি নিজে বরাবরই লাইম লাইটের বাইরে থাকতে পছন্দ করেন। সাজগোজ করতেও খুব পছন্দ করেন না তিনি। তাঁকে নীতা আম্বানির সাথেও খুবই কম দেখা যায়। অম্বানিদের অনুষ্ঠানে হাজির থাকলেও ক্যামেরার সামনে খুবই কম আসেন তিনি। তাই দুই বোনের মুখের মধ্যে অনেক মিল থাকলেও দুজনের লাইফস্টাইলের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য।
Leave a Reply