বড় হয়ে কি হতে চাও? ছোটবেলায় এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন কম বেশি সকলেই। উত্তরে কেউ হয়তো বলেছেন ডাক্তার তো কেউ পুলিশ, ইঞ্জিনিয়ার তো কেউ আবার শিল্পচর্চা করার কথা বলেছেন আবার অনেকের ইচ্ছা থাকে বিচারক হওয়ার। তবে বিচারক হওয়া এত সহজ নয়। বিচারক হওয়ার জন্যও পেরোতে হয় পরপর বেশ কয়েকটি কঠিন ধাপ।
তবে আমাদের দেশের বিচারকরা শুধু মোটা বেতনই পান না, সেইসাথে পান প্রধানমন্ত্রীর মতোই সম্মান। আর সেইসাথে পাওয়া যায় হাজারও সুযোগ-সুবিধা। পেশায় বিচারক হওয়ার জন্য সকলেই অত্যন্ত সম্মানের চোখে দেখেন বিচারকদের। তাই ছোট থেকেই বিচারক হওয়ার স্বপ্ন রয়েছে যাঁদের, তাঁদের অবশ্যই জানতে হবে এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে।
বিচারক হওয়ার শিক্ষাগত যোগ্যতা ও নিয়োগ পদ্ধতি:
বিচারক হওয়া কঠিন ঠিকই কিন্তু অধ্যাবসায় আর মনের জোর আর সঠিক পদ্ধতি অবলম্বন করে এগিয়ে চললে এই কঠিন পরীক্ষায়ও সফল হওয়া সম্ভব। বিচারক হওয়ার জন্য প্রথম প্রস্তুতি শুরু হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় থেকেই। এই পেশায় আসার জন্য প্রথমেই প্রয়োজন এলএলবি ডিগ্রি অর্জন করা। আইন নিয়ে পড়াশোনা করে স্নাতক পাস করার পর, কেউ চাইলে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারেন।
বিচারক হতে গেলে আইন নিয়ে স্নাতক হওয়ার পর ভারতীয় জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সাত বছরের বেশি সময় আদালতে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করলেও এই পরীক্ষায় আবেদন করা যায়। আর সেই প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
প্রথমেই স্টেট পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত স্টেট জুডিশিয়ারি এক্সামিনেশনের লিখিত পরীক্ষায় পাস করতে হবে। এরপরেই প্রকাশিত হবে মেধা তালিকা। তারপরেই ডাকা হবে ইন্টারভিউর জন্য। প্রার্থী নির্বাচনের এক বছর পর একটি প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারপরই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে নিযুক্ত করা হয়।
এরপর সেই প্রার্থীকে কমপক্ষে তিন বছর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত থাকতে হবে। তবেই তিনি জেলা বিচারক পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন। পাশাপাশি উচ্চ আদালত যেমন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে পদোন্নতির জন্য আবেদন করতে পারেন।
বিচারকদের পারিশ্রমিক:
কিন্তু সকলেই জানতে চান একজন বিচারকের বেতন কত হয়? আমাদের দেশের বিচারপতিদের পারিশ্রমিক বিভিন্ন আদালতের উপর নির্ভর করে। নিম্ন আদালতের বিচারকদের সর্বোচ্চ পারিশ্রমিক হয় ৫০ হাজার টাকা। অন্যদিকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের মাসিক বেতন সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত হয়। মোটা অংকের পারিশ্রমিক ছাড়াও বিচারকরা সরকারি বাসস্থান, গাড়ি এবং চিকিৎসার সুযোগ-সুবিধা পান।
Leave a Reply