পিতৃপক্ষে পূর্বপুরুষের স্বপ্নে দেখেছেন? তাদের কাছ থেকে বিশেষ ৪টি সংকেত পেয়েছেন? পেলেই বুঝে নিন সুসময় বেশী দূর নেই
পিতৃপক্ষে পূর্বপুরুষের
স্বপ্নে দেখেছেন?
তাদের কাছ থেকে
বিশেষ ৪টি সংকেত পেয়েছেন?
যা পেলেই বুঝে নিন
সৌভাগ্য বেশী দূর নেই!
পূর্বপুরুষের দেওয়া ৪টি সংকেত
বদলে দেয় জীবন!
ধন সম্পদ থেকে আয় উন্নতি
সবেতেই ভরিয়ে দেয় ঘর!
এই ৪টি সংকেত কি কি
দেখুন
হিন্দুধর্মে রয়েছে নানান বিশ্বাস। এই ধর্ম মতে মৃত্যুর পরে স্বর্গে যায় মানুষের আত্মা। তারা স্বর্গ থেকে সর্বদা নজর রাখে তাদের পরিবারের ওপর। সঙ্কেত দেয় ভালো – মন্দের। বলা হয়, পিতৃপক্ষ তিথিতে এই পূর্ব পুরুষদের আগমন ঘটে মর্তে। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত থাকে এই পিতৃপক্ষ। এই বছর ইংরেজি মাসের ২৯ সে সেপ্টেম্বর শুরু হবে এই পিতৃপক্ষ। সকল হিন্দুই, এই সময় পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় করেন নানান আচার – অনুষ্ঠান। মহালয়ার ভোরে গঙ্গাঘাটে দেখা মেলে হাজারও মানুষের ভিড়। পিতৃপক্ষে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা খুবই শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই সময় পিতৃপুরুষরা দেখা দেন স্বপ্নে। নানান ইঙ্গিতের মাধ্যমে তারা নানান আসন্ন ঘটনার সম্পর্কে বোঝাতে থাকেন। আসুন, এক নজরে দেখেনি কোন স্বপ্নে কি ইঙ্গিত দেয় পূর্বপুরুষরা।
১. স্বপ্নে শান্ত ও নীরব পূর্বপুরুষের দেখা পাওয়া
এমন স্বপ্ন দেখার অর্থ হল পূর্বপুরুষরা আপনার পরিবার এবং বিবাহিত জীবনে সুখ- শান্তি চান। এই অবস্থায়, পিতৃপুরুষকে খুশি করার জন্য করতে হয় কিছু কাজ। পিতৃপক্ষ চলাকালীন সময়ে তাদের ধর্মীয় পূজা, পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি করতে হয়।
২. স্বপ্নে চুল আঁচড়াচ্ছেন পূর্বপুরুষ
এমন স্বপ্ন দেখা খানিকটা অদ্ভুত। তবে, স্বপ্নে অনেক অদ্ভুত বিষয়ই আমরা দেখে থাকি। পিতৃপক্ষের মধ্যে যদি দেখা যায় কোনও পূর্বপুরুষ আপনার চুল আঁচড়ে দিচ্ছেন, তা খুবই শুভ। এমন স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনার জন্য রয়েছে ভালো খবর। বর্তমান সকল বাঁধা- বিপত্তি থেকে মুক্তি পেতে চলেছেন আপনি।
৩. স্বপ্নে পূর্ব পুরুষের হাত দেখানো
পিতৃপক্ষের সময় যদি স্বপ্নে পূর্বপুরুষরা হাত বাড়িয়ে দেন। তাহলে বুঝতে হবে খুব শুভ কিছু হতে চলেছে। এর অর্থ হল ওই ব্যক্তির প্রতি তাঁর পূর্বপুরুষরা খুশি। বলা হয়, এমন স্বপ্ন দেখার অর্থই হল জীবনের সমস্ত সমস্যা ও যন্ত্রণার থেকে শীঘ্রই মুক্তি পেতে চলেছেন আপনি।
৪. যদি স্বপ্নে কথা বলে পূর্বপুরুষ
যদি আপনি স্বপ্নে দেখেন, যে আপনার সাথে পূর্বপুরুষ কথা বলছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনও বড় সাফল্য পেতে চলেছেন। জ্যোতিষ মতে, এর ফলে আপনার ঘরে আসতে চলেছে বড় সুখবর।
Leave a Reply