চিনকে শুঁটিয়ে লাল করল ভারত! ইণ্ডিয়ার ১টি পদক্ষেপে উপরওয়ালাকে ডাকছে ড্রাগনের দেশ
চিনকে শুঁটিয়ে লাল করল
ভারত!
ইণ্ডিয়ার ১টি পদক্ষেপে
উপরওয়ালাকে ডাকছে ড্রাগনের দেশ!
ভারতে তৈরি করছে
দুটি বাহুবলী সুড়ঙ্গ!
যা বিশ্বের মধ্যে সবচেয়ে
উঁচু ও শক্তিশালী!
ভয়ে ঘুম উড়েছে চিনের!
এই সুড়ঙ্গ দুটি চালু হলেই
আতঙ্কে কূল কিনারা পাবে না
জিনপিং সরকার!
কীভাবে এত শক্তিশালী সুড়ঙ্গ দুটো?
কোথায় রয়েছে সেগুলো?
ভারতের বড় পদক্ষেপ। অরুণাচলপ্রদেশের সেলাতে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা টুইন টানেল। ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই টানেল ২৫.৬ কিলোমিটার দীর্ঘ। দৈত্যাকার এই টানেলটি বালিপাড়া থেকে চারদুয়ার হয়ে তাওয়াং পর্যন্ত বিস্তৃত। এটি নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে ও শেষ হবার কথা এই বছর সেপ্টেম্বর মাসে। গোটা প্রজেক্টটি পরিচালনার দায়িত্বে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন বা BRO।
বলা হচ্ছে, এই টানেলটি নির্মিত হলে মিটবে একাধিক সমস্যা। বিশেষত চিনের বিরুদ্ধে আরও শক্তিশালী হবে দেশ। সহজেই তাওয়াং সীমান্তবর্তী এলাকায় পৌঁছে দেওয়া যাবে সেনা ও যুদ্ধ সরঞ্জাম। এটি নির্মিত হলে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হবে অরুণাচল প্রদেশও। আর, এর ফলে এই স্থানের অর্থনৈতিক অব্যবস্থার ফায়দাও নিতে পারবে না চিন। গোটা ভারতের অর্থনৈতিক ও সামরিক উন্নয়নেও ভূমিকা নেবে এই টানেল। তাওয়াং এলাকাতে যাতায়াতও হবে অনেক সহজ।
৭০০ কোটি টাকার এই প্রজেক্টটি সত্যি এক ঐতিহাসিক উদ্যোগ। এর ফলে আন্ত:রাজ্য যোগাযোগ হবে আরও সহজ। প্রকল্পের ১ নং টানেলটি ৯৮০ মিটার দীর্ঘ ও ২নং টানেলটি ১৫৫৫ মিটার দীর্ঘ। এই দ্বিতীয় টানেলটিই হল ‘টুইন টিউব টানেল’। এই প্রকল্পের সাথে জুড়ে রয়েছে আরও ২টি রাস্তা। যেগুলি যথাক্রমে ৭ কিমি ও ১.৩ কিমি লম্বা। এছাড়াও, জরুরী পরিস্থিতির জন্য এতে থাকবে বিশেষ এস্কেপ টিউব।
তবে, এই টুইন টানেল নির্মাণ সহজ ছিল না। এসেছে নানান বাধা নানান চ্যালেঞ্জ। পাহাড়ি এলাকা হওয়ায় সহ্য করতে হয়েছে একাধিক প্রাকৃতিক দুর্যোগ। তবে সবকিছুকে হারিয়েই এই অসম্ভবকে সম্ভব করে বর্ডার রোড অর্গানাইজেশন তথা BRO।
Leave a Reply