মাত্র ২ মিনিটে জানুন আপনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত কি না! ঘরে বসেই প্রয়োগ করুন
১টি সহজ পদ্ধতি, যা ধরিয়ে দেবে জরায়ু ক্যান্সারের বিষদাঁত
মাত্র ২ মিনিটে জানুন
আপনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত কি না!
যেতেই হবে না ডাক্তারখানা!
ঘরে বসেই প্রয়োগ করুন
১টি সহজ পদ্ধতি!
যা ধরিয়ে দেবে
জরায়ু ক্যান্সারের বিষদাঁত!
খরচ ৫০ টাকারও কম!
লাগবে ১টি মাত্র রান্না উপাদান!
সময় থাকতেই জব্দ করুন
প্রাণঘাতী জটিল রোগ!
কীভাবে করবেন এই পরীক্ষা?
জরায়ু ক্যান্সার প্রাণঘাতী একটি রোগ। এই রোগে আক্রান্ত নারীরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা না নেওয়ার কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ কমে যায়। আর যারা প্রথম থেকেই চিকিৎসা করান তাদের বেঁচে থাকার সম্ভাবনা দাঁড়ায় ৯৫%। সাইলেন্ট কিলার নামে খ্যাত এই ক্যান্সার ভারতীয় নারীদের মধ্যে দ্বিতীয় বৃহৎ ক্যন্সার। কারণ এই রোগে আক্রান্ত হলে বেশির ভাগ নারীই লক্ষণগুলো বুঝতে পারেন না। জরায়ু ক্যান্সারের লক্ষণগুলো হল –
১, নিম্মাঙ্গের চারপাশে চাপ লাগা, ঘন ঘন মূত্র ত্যাগ করা
২, গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, হালকা খেলেও পেট ভর্তি ভর্তি অনুভূতি ও পেটে অস্বস্তি লাগা
৩, নারীদের মনোপোজের পরেও স্রাব যাওয়া
৪, অতিরিক্ত ক্লান্তিবোধ, অন্য সময়ের থেকে পেটে বেশ পরিবর্তন দেখা দেওয়া
৫, পেটে অতিরিক্ত ব্যাথা কিংবা পেট ফুলে থাকা, বমি বমি ভাব কিংবা বমি হওয়া, ক্ষুধা কমে যাওয়া
৬, শারীরিক মিলনে ব্যাথা পাওয়া, অতিরিক্ত ওজন বৃদ্ধি অথবা ওজন অতিমাত্রায় কমে যাওয়া
জরায়ু ক্যান্সারের পরীক্ষাও বেশ সহজ। ঘরে বসেই মাত্র ১ মিনিটের মধ্যেই এই পরীক্ষা করা সম্ভব। এতে কোনো যন্ত্রপাতিরও প্রয়োজন হয় না।
এর জন্য ভিনিগার বা সিরকা ডাইলুট করে তুলায় নিয়ে জরায়ুর মুখে লাগিয়ে ১ মিনিট রেখে দিতে হবে। যদি জায়গাটা সাদা হয়ে যায় তবে মনে করতে হবে এটি ক্যান্সারের পূর্বাভাস। আর যদি অপরিবর্তিত থাকে তবে আপনি নিরাপদ।
Leave a Reply