পুজোর মাসেই জোড়া গ্রহণ! সুখ সাগরে ভাসবে একসঙ্গে ৩ রাশি, এত আনন্দ পাবে
যা আগে কখনও পাইনি
পুজোর মাসেই জোড়া গ্রহণ!
সুখ সাগরে ভাসবে একসঙ্গে ৩ রাশি!
ধুমধাম করে এই ৩টি রাশির
পকেটে ঢুকবে অঢেল টাকা!
লাভের অঙ্কে মালামাল!
অভাব কি ভুলে যাবে!
মান সম্মান হবে আকাশছোঁয়া!
এত আনন্দ পাবে
যা আগে কখনও পাইনি!
তালিকায় রয়েছে কোন
তিনটি রাশি?
পুজোর মাসেই সংগঠিত হতে চলেছে একসঙ্গে দু দুটি গ্রহণ। একেবারে কাকতালীয় যোগ। দুটি গ্রহণের মধ্যে একটি হবে ১৪ অক্টোবর। এটি হবে বছরের শেষ সূর্য গ্রহণ। এর ঠিক ১৫ দিন পর ২৮ অক্টোবর হবে চন্দ্র গ্রহণ। জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহণের সরাসরি প্রভাব পড়বে ৩টি রাশির উপর। তিনটি রাশির স্বাস্থ্য, ক্যারিয়ার, পরিবার ব্যাপকভাবে এই দুটি গ্রহণ দ্বারা প্রভাবিত হবে। ৩টি রাশির ভাগ্যে শুভ ফল আসতে চলেছে। এক নজরে দেখুন তালিকায় রয়েছে কোন তিনটি রাশি –
১, মিথুন রাশি – অক্টোবর মাসের দুটি গ্রহণই অত্যন্ত শুভ হতে চলেছে মিথুন রাশির জন্য। এই সময় মিথুন রাশির আয় উন্নতি বাড়বে। মনোবল বাড়বে। সংসারে সুখ, সমৃদ্ধি ঘটবে। যারা অনেক দিন ধরেই চাকরির সন্ধানে ঘুরছিলেন তাদের চাকরির ব্যবস্থা হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। পুরনো কঠিন রোগের হাত থেকেও পরিত্রাণ পাবেন।
২, সিংহ রাশি – প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সুযোগ রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে সফলতা আসবে। ধন সম্পদ লাভের প্রবল যোগ রয়েছে। ঋণ মুক্তি ঘটবে।
৩, তুলা রাশি – অক্টোবর মাসের দুটি গ্রহণই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কর্মস্থলের ও সমাজে মান যশ বাড়বে। পরিবারে কদর বাড়বে। বাবা মায়ের সাথে সম্পর্ক মজবুত হবে। চাকরির জায়গায় প্রমোশন হবে। পরিবারের অভাব দারিদ্র মোচন হবে।
Leave a Reply