দুর্গাপুজোর ১ মাস আগেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করলেন বাঁকুড়ার জ্যোতিষী! পুজোয় চোখ রাঙাবে শক্তিশালী দানব

দুর্গাপুজোর ১ মাস আগেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী! পুজোয় চোখ রাঙাবে শক্তিশালী দানব

দুর্গাপুজোর ১ মাস আগেই
ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী!

পুজোয় চোখ রাঙাবে
শক্তিশালী দানব!

তছনছ করে দেবে
পুজোর আনন্দ!

মাটি করে দেবে
প্যান্ডেল হপিং!
ঠিক কি ঘটতে চলেছে?

পুজোর আগে ভয়ংকর ভবিষ্যৎবাণী শোনালেন এক জ্যোতিষী। যা শুনলে এবারের পুজোর আনন্দটাই মাটি হয়ে যাবে। জ্যোতিষীর মতে এই বারের পুজোয় বাড়ি থেকে বেরোনোই যাবে না। পুজোর জন্য কেনা নতুন পোশাকগুলোও এবার না পরার সম্ভাবনা বেশী। কিন্তু হঠাৎ এমন ভবিষ্যৎবাণী কেন করলেন তিনি? বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই এমন ভবিষ্যৎবাণী করেছেন বাঁকুড়ার জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়। এক স্বনামধন্য সংবাদমাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছেন।

জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়ের মতে, ১৯ অক্টোবর পঞ্চমী। মাতৃ বন্দনার প্রথম দিন। এই দিন ভোরবেলা জেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে। গ্রহ নক্ষত্রের এরুপ অবস্থানের কারণে তৈরি হবে বৃষ্টিপাতের যোগ। প্রায় আড়াইদিন মতন বৃষ্টি হবে।

একইভাবে ২০ অক্টোবর মহাষষ্ঠী। সেদিন চন্দ্রের অবস্থান থাকবে ধনু রাশিতে। ফলে এখানেও তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। জ্যোতিষী দেবব্রত চট্টোপাধ্যায়ের মতে, এই দুদিন ঝেপে বৃষ্টি নামবে। এদিকে ২১ অক্টোবর মহাসপ্তমী। যদি ভেবে থাকেন এদিন একটু বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন, তাহলে সেই আশায় জল ঢালুন। কারণ মহাসপ্তমীতেও বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছেন জ্যোতিষী দেবব্রত মহাশয়। মহাসপ্তমীতে পূর্বাসারা নক্ষত্র ধনু রাশিতে অবস্থান করবে। চঞ্চল চন্দ্র এদিন ধনু রাশিতে অবস্থান করবে। হিসেব মতন শুরু হবে বৃষ্টিপাতের যোগ। মন খারাপের এখানেই শেষ নয়। আরো বড় দুঃখের খবর মহাঅষ্টমীর তিথিতেও বৃষ্টি বাদলা পিছু ছাড়ছে না। এ দিন উত্তরষারা নক্ষত্র অবস্থান করবে ধনু রাশিতে। ফলে এখানেও বিরাম নেই বৃষ্টি বাদলার। অন্যদিকে মহানবমীতে পুজোবাড়ি জলমগ্ন করে তুলবে বৃষ্টি। এ দিন শ্রবণা নক্ষত্র মকর রাশিতে অবস্থান করবে। চন্দ্রের অবস্থান হবে মকর রাশিতে। ফলে ঝড় বৃষ্টির ডাবল ব্যাটিং চলবে।

দশমী সম্পর্কে তিনি জানিয়েছেন, দশমীর দিন আকাশ থাকবে ফুরফুরে। আশ্চর্যের বিষয় মায়ের বিদায়ের দিন আকাশের চোখ থাকবে পরিষ্কার।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *