জানেন হিন্দু বিয়েতে সাতপাক ঘোরা বাধ্যতামূলক কেন? ১, ২, ৩ নয় গুণে গুণে সাতপাক কেন ঘুরতে হয়?
জানেন হিন্দু বিয়েতে সাতপাক
ঘোরা বাধ্যতামূলক কেন?
১, ২, ৩ নয় গুণে গুণে
সাতপাক কেন ঘুরতে হয়?
এই সাতপাকে বর বৌয়ের সাথে
ঠিক কি ঘটে?
সাতপাক না ঘুরলে কি হবে?
শাস্ত্রে যা বলা হয়েছে
শুনলে বিশ্বাসই হবে না!
বিয়ে এক পবিত্র বন্ধন। কথায় বলে এই বন্ধন সাত জন্মের। জীবনের আর প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মতন বিবাহও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নানা নিয়ম নীতিতে মোড়া থাকে এই বিবাহ। বিশেষত বাঙালি বিবাহ হলে তো কথাই নেই।
গায়ে হলুদ থেকে বৌভাত। কন্যাযাত্রী থেকে বরযাত্রী। এক গুচ্ছ নিয়মে ঠাসা থাকে এই বিবাহ অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানের কিছু নিয়ম বোঝা গেলেও কিছু নিয়ম আবার বড়ই অদ্ভুত। কিছু নিয়ম আবার বেশ মজারও। তবে এসবের মধ্যেই এক অদ্ভুত নিয়ম হল সাত পাকে বাঁধা। অর্থাৎ বিবাহের সময় বর এবং কনেকে একসঙ্গে ৭ বার অগ্নিকুণ্ডকে প্রদক্ষিণ করতে হয়।
তবে অনেকেরই প্রশ্ন থাকে। কেন সংখ্যাটা সাতবার ? ৫ বার বা ৮ বার নয় ?
এই নিয়ে নানান মত শোনা যায়। হিন্দু শাস্ত্র মতে, আগুনের চারপাশে সাত পাক ঘোরা হয় বিয়েতে অগ্নি দেবতাকে সাক্ষী রাখার জন্য। অগ্নি দেবতাকে সাক্ষী রেখে সারা জীবনের জন্য করা হয় কিছু অঙ্গিকার। এই অঙ্গিকার করে স্বামী স্ত্রীর প্রতি ও স্ত্রী স্বামীর প্রতি। অগ্নি দেবতাকে সাক্ষী রাখা হয়, কারণ সাত পাক ঘুরে যে অঙ্গিকারগুলি নেওয়া হয়, তার যেন কোনও অমর্যাদা না হয়। সারা জীবন যেন একে অপরের প্রতি দায়িত্ব, কর্তব্য, সত্য, সমর্থন, দুঃখ কষ্ট সব পালন করে যেতে পারে।
এছাড়াও আরও এক পক্ষের মতে, গাণিতিক দৃষ্টিকোণ থেকে দেখলেই নাকি পাওয়া যায় এই প্রশ্নের উত্তর। আসলে যখন কেউ বাঁক নেয়, তখন তা হয় ৩৬০ ডিগ্রি। এদিক ৩৬০ এমন একটি সংখ্যা যা ১,২,৩,৪,৫,৬,৮,৯ এবং ১০ দ্বারা বিভাজ্য কিন্তু ৭ দ্বারা নয়। যে কারণে কেউ বিয়ে ভাঙতে পারে না, সেজন্যই সাত পাক নেওয়া হয়।
Leave a Reply