পুজোয় জলের দরে দামি শাড়ি কিনতে চান? জনপ্রিয় শাড়ি মিলবে নাম মাত্র দামে

পুজোয় জলের দরে দামি শাড়ি কিনতে চান? জনপ্রিয় শাড়ি মিলবে নাম মাত্র দামে

পুজোয় জলের দরে
দামি শাড়ি কিনতে চান?

জনপ্রিয় শাড়ি
মিলবে নাম মাত্র দামে!

আলিয়ার মতন শিফন
কারিনার মতন লিনেন

আরো আছে
বেনারসী, জামদানি, হ্যান্ডলুম!
দাম শুনলে না কিনে পারবেন না!

বাতাসে পুজো-পুজো গন্ধ। যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে ঢাকের শব্দ। বাতাস ছেয়ে যাচ্ছে শিউলি ফুলের গন্ধে। আর বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে কেনা – কাটা করা এক আবশ্যিক ব্যাপার। তাইতো ইতিমধ্যে ফ্যাশন ট্রেন্ডের সাথে গা মিলিয়ে অনেকেই শুরু করে দিয়েছেন কেনাকাটা। আর এই কেনাকাটার ক্ষেত্রেই পুরুষদের চেয়ে এগিয়ে থাকেন নারীরা। বিশেষত শাড়ি কেনার ক্ষেত্রে তাদের জুড়িমেলা ভার। তবে, অনেক সময়ই পছন্দের শাড়ি হাতছাড়া করতে হয় অর্থের অভাবে। তবে আর নেই চিন্তা। এবারে, আমরা আপনাদের সন্ধান দেব এমন কিছু শাড়ির যা এক কথায় ‘সস্তায় পুষ্টিকর’। আসুন দেখে নিই এক নজরে….

১. ফ্যান্সি জামদানি

কথায় বলে, সব শাড়ি বারবার জামদানি একবার। ঐতিহ্যশালী এই শাড়ির আজও কোনো বিকল্প নেই। আট থেকে আশি আজও মহিলাদের প্রথম পছন্দ জামদানি। তবে, অনেকক্ষেত্রেই বেশি দামের কারনে পিছিয়ে আসতে হয় অনেককে। কিন্তু আর নেই চিন্তা কারন বাজারে এবার ফ্যান্সি জামদানি। মাত্র ৮০০-১০০০ টাকাতেই মিলবে এই শাড়ি। হ্যা আসল জামদানির মতন না হলেও এই শাড়ি অনেকটাই মেটাবে সেই স্বাদ।

২. সুতির শাড়ি

সব চাকচিক্যকে সরিয়ে আপনি যদি হন, সাধারণ কিন্তু সুন্দর সাজে বিশ্বাসী । তাহলে, আপনার জন্য সুতির শাড়ির বিকল্প নেই। পুজোয় হালকা দূরের আউটিংয়ে এই সাজ আপনাকে দেবে এক আলাদা মাধুর্য্য। মাত্র ৪০০ টাকাতেই পেয়ে যাবেন দুর্দান্ত নানান কালেকশন। তাই আর দেরি না করে আজই বেরিয়ে পড়ুন শপিংয়ে।

৩. ফ্যান্সি হ্যান্ডলুম শাড়ি

এই শাড়ি একথায় জুড়ে রয়েছে বাঙালির সাথে। যুগ বদলায় তবে এই শাড়ির কদর কমে না। এবারের পুজোর বাজারেও নতুন রুপে হিট এই শাড়ি। চোখ ধাঁধানো ডিজাইন থেকে কাপড়ের মান সবেতেই মন ভরবে আপনার। ৩০০-৪০০ টাকার নামমাত্র দামে এই শাড়ি পাবেন আপনি।

৪. অরগ্যাঞ্জা সিল্ক

একটু অন্যগোত্রের কিন্তু ইউনিক এই শাড়িগুলি। কয়েক বছর আগেও বাংলার ফ্যাশন ট্রেন্ডে ছিল এই শাড়ি। হালকা ওজনের এই ক্লাসিক শাড়িগুলি পরেও পাবেন দারুন আরাম। এর দাম শুরু ৮০০-৯০০ টাকা থেকে। তবে বেশি ভালো মানের শাড়ি পেতে গেলে আপনাকে খরচ করতে আরও কিছু বেশি টাকা।

এই ছিল, এক কথায় ‘দামে কম কিন্তু মানে ভালো’ শাড়ি। তাই আর দেরি না করে আজই বেড়িয়ে পড়ুন শপিংয়ে । ঘরে আনুন নিজের পছন্দের শাড়ি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *