সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শেখার সুবর্ন সুযোগ! একবার ভর্তি হলেই লাইফ সেট, কীভাবে ভর্তি হবেন?
সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে
নাচ শেখার সুবর্ন সুযোগ!
একবার ভর্তি হলেই লাইফ সেট!
দেশের বাইরে পারফরম্যান্স!
লাইন লাইটে সুযোগ!
এলাহী সুবিধা!
কীভাবে ভর্তি হবেন?
কত টাকা দক্ষিণা নেন সৌরভ পত্নী?
রইল ঠিকানা সহ ফোন নম্বর
ডোনা গাঙ্গুলী, এই নামটির সঙ্গে কমবেশি সকল বাঙালিই পরিচিত। তার অন্যতম বড় কারণ তিনি বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। তবে, এটি ছাড়াও ডোনা গাঙ্গুলীর রয়েছে নিজস্ব আরেক পরিচয়। সেটি হল তিনি একজন আন্তর্জাতিক নৃত্যশিল্পী। দেশে বিদেশে প্রদর্শিত হয় তার নৃত্য। মূলত ওডিসি নৃত্যের ওপরই কাজ করেন তিনি।
১৯৭২ সালের ২২শে অগাস্ট কলকাতার এক ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন ডোনা। মাত্র তিন বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে হাতেখড়ি তার। এরপর পড়াশোনা লোরেটো কনভেন্ট স্কুলে। এখানে তিনি গুরু গিরিধারী নায়কের তত্ত্বাবধানে নাচের দক্ষতা অর্জন করেন। এরপর ১৯৯৭ সালে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে তাদের একজন কন্যাও রয়েছে। তবে এইসবের মাঝেও থেমে থাকেনি তার নাচ।
এসবের মাঝেই প্রতিষ্ঠা করেন নিজের নাচের স্কুল। নাম দেন দীক্ষামঞ্জরী। আজ এই নাচের স্কুল বিশ্ব বিখ্যাত। দেশ বিদেশে নানান বড় অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে ডোনা গাঙ্গুলীর এই ‘দীক্ষামঞ্জরী’। আর তার এই ‘দীক্ষামঞ্জরীতেই’ ভর্তি হবার ইচ্ছে থাকে অনেকের। তবে অনেকেরই মনে হয়, যে এই নৃত্য প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে হয়ত উচ্চ অংকের টাকা দিতে হয় কিংবা থাকতে হয় উচ্চ প্রতিভা।
তবে এবার এইসব ভ্রান্ত ধারণাই দূর করলেন স্বয়ং ডোনা গাঙ্গুলী, তিনি জানান ‘দীক্ষামঞ্জরীতে’ ভর্তির জন্য খরচ হয় ১০০০ টাকা। এছাড়া প্রতিমাসে দিতে হয় মাত্র ৬০০ টাকা করে। এই প্রসঙ্গে তিনি আরও জানান, ” আগে বেতন আরো কম ছিল সম্প্রতি সামান্য বাড়ানো হয়েছে। এছাড়াও কোভিডের সময় থেকে অনলাইনে ক্লাস শুরু হয়েছিল। সেটি এখনো অব্যাহত রয়েছে।” এ ছাড়াও এই ক্লাসের বিষয়ে আরও জানতে আপনি +91-7003667804 এই নম্বরে কল কিংবা হোয়াটস অ্যাপ করতে পারেন।
Leave a Reply