জানেন স্বামী – স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় শত্রু কে? তালিকায় রয়েছে তিনটি বড় নাম
জানেন স্বামী – স্ত্রীর মধ্যে
সবচেয়ে বড় শত্রু কে?
তালিকায় রয়েছে তিনটি বড় নাম!
এগুলোর জন্যই ভেঙে যায়
সাজানো সোনার সংসার!
তছনছ হয়ে যায় সুখ-শান্তি!
এরাই আড়াল থেকে
আগুন লাগিয়ে দেয় আপনার ঘরে!
কুমন্ত্র দেয় সঙ্গীর কানে!
সময় থাকতে চিনে রাখুন
এই তিন শত্রুকে
পৃথিবীর অন্যতম পবিত্র সম্পর্ক হল স্বামী- স্ত্রীর সম্পর্ক। কথায় বলা হয়, এই বন্ধন সাত জন্মের। প্রত্যেকেই চায়, তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা পূর্ণতা পায়না। সংসার জীবনে নেমে আসে অশান্তির ঝড়। দীর্ঘদিনের মনোমালিন্য একসময় দেওয়াল হয়ে দাঁড়ায় স্বামী স্ত্রীর মাঝে। শুরু হয় সম্পর্কে চিড় ধরা। আসুন একনজরে দেখে নি সেই শত্রুদের, যারা ভেঙে দিতে পারে আপনার দাম্পত্য জীবন। তবে এই শত্রু কোনো তৃতীয় ব্যাক্তি কিংবা মানুষ নয়। এই শত্রু আপনার কিছু অভ্যাস বা স্বভাব। যেগুলির জন্য ভেসে যেতে পারে আপনার সংসার। আসুন এক নজরে দেখে নিই সেই সকলে শত্রু বা অভ্যাসকে।
এক, তুলনা করা :
তুলনা অর্থাৎ কম্পেয়ার নিমেষে ভেঙে দিতে পারে আপনার সংসার জীবন। আসুন, একটি উদাহরণ দিয়ে বোঝবার চেস্টা করি। ধরুন, আপনার স্ত্রী কষ্ট করে খাসির মাংস রান্না করেছেন। এবারে সে আপনার কাছে আনন্দ মনে জানতে চাইল, কেমন হয়েছে মাংস রান্না ? সেই মুহূর্তে আপনার বিরস উত্তর ‘খেতে মন্দ নয় তবে মায়ের হাতের কাছে কিছুই নয়।’ এই তুলনাটি নিমেষে মন ভেঙ্গে দেবে আপনার স্ত্রীর। আপনি শুধু নিজেদের মধ্যেই নয় আপনার মায়ের প্রতিও স্ত্রীর বিরূপ মনোভাব সৃষ্টি করাবেন। তাই আপনার যদি এই বদভ্যাস থেকে থাকে, সেটাকে বিদায় করুন। নইলে আপনার সংসার ভরে উঠবে প্রতিহিংসার বিষাক্ত ধোয়ায়।
দুই, পারফেক্ট হওয়ার অস্বাস্থ্যকর লড়াই –
দুনিয়ায় কোন কিছুই পারফেক্ট নয়। অর্থাৎ অনেক সময় আপনার মনে হয় যে, আপনার দাম্পত্য জীবনটি পারফেক্ট নয়। তবে এ ক্ষেত্রে বলা দরকার, এই দুনিয়ায় কিছুই পারফেক্ট নয়। আপনি যাকে দেখে পারফেক্ট ভাবছেন, হয়তো ভেতর ভেতর সে আপনার থেকেও বড় সমস্যায় জর্জরিত। তাই এই পারফেক্ট দাম্পত্য জীবন খুঁজতে যাবেন না। জানবেন যদি দু-পক্ষের বোঝাবুঝি ও ভালোবাসা থাকে তবে এমনিতেই আপনার সম্পর্ক সুখে ভরে উঠবে।
তিন, শো অফ করা –
জীবনে বাঁচাটা জরুরী দেখানোটা নয়। হ্যাঁ সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেকেই নিজেদের সমস্ত বিষয় সমাজ মাধ্যমে দেখাতে ব্যস্ত। আর এই ভার্চুয়াল দুনিয়াতে সকলেই চায় নিজেদের বড় করে দেখাতে। আর সেটি করতে গিয়েই অনেকে ডেকে আনে অশান্তি। অযথা নিজেকে বড় দেখাতে গিয়ে ডেকে আনে বিপদ, মনোমালিন্য। তাই নিজের ব্যক্তিগত জীবনকে কনটেন্ট বানাবেন না। সেটিকে বরং প্রাইভেটই রাখুন।
উপরোক্ত, এই বিষয়গুলিকেই যদি আপনি মানতে পারেন তাহলেই আসবে না আর কোনও ঝামেলা। সংসার ভরে উঠবে সুখ – শান্তিতে। তাই মন খুলে বাচুন, সঙ্গীর সাথে কথা বলুন। দেখবেন জীবন চলবে সুরের ছন্দে।
Leave a Reply