ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে নরেন্দ্র মোদী! কতটা সত্য এই তথ্য? না জেনে বিপদে পা দিচ্ছেন না তো?
ফ্রিতে সেলাই মেশিন দিচ্ছে
নরেন্দ্র মোদী!
আনন্দে আত্মহারা মহিলারা!
লম্বা লাইন সাইবার ক্যাফেতে!
কতটা সত্য এই তথ্য?
এটা কি কোনো চক্রান্ত?
আদৌ কি এমন কোনো প্রকল্পের
ঘোষনা করেছেন নরেন্দ্র মোদী?
না জেনে ভুলভাল
ওয়েবসাইটে পা বাড়াচ্ছেন না তো?
মহিলাদের অগ্রগতির লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছেন মোদী সরকার। ভারতের নারী শক্তিকে আরো বেশি জাগ্রত ও স্বনির্ভর করতে বিভিন্ন রকম প্রকল্পও চালু করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে মহিলাদের আর্থিকভাবে আরো বেশি শক্তিশালী করে তুলতে নতুন একটি প্রকল্প চালু করেছেন নরেন্দ্র মোদী। যে প্রকল্পের আওতায় নাকি মহিলাদের একটি করে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই খবরে উত্তেজিত হয়ে পড়েছেন অনেকেই। কিন্তু উত্তেজনা বাড়ানোর পূর্বে জেনে নেওয়া উচিত এই তথ্যটি আদৌ সত্য কি না!
আজকাল ইন্টারনেটের যুগে ভুয়ো খবরের বাড় বাড়ন্ত অনেকটাই বেড়েছে। এটাও তার মধ্যে একটি। প্রধানমন্ত্রীর তরফে এই ধরনের কোনো প্রকল্পই চালু করা হয়নি। এমনকি কেন্দ্র সরকার এই নিয়ে কোনো অফিসিয়াল নোটিশও দেয়নি। এই বিষয়টিকে সম্পূর্ন ভাওতাবাজি বলেই দাবি করেছে রাষ্ট্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক ইউনিট, পিআইবি। এই পরিপ্রেক্ষিতে পিআইবি সতর্কবাণী দিয়ে জানিয়েছে –
বেশকিছু ওয়েবসাইট অসাধু ওয়েবসাইট এই ধরনের ভুল তথ্য পরিবেশন করছে। তারাই রটাচ্ছে “প্রধানমন্ত্রী ফ্রি সেলাই মেশিন স্কিম ২০২৩” এর আওতায় দেশের সব মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হবে। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে টার্গেট করে এই ধরনের ভুল নিউজ ভাইরাল করা হচ্ছে। আদতে এই নিউজের বাস্তব কোন ভিত্তি নেই। এ ধরনের কোনো প্রকল্প চালু করার প্রতিশ্রুতি সরকর দেয়নি। পিআইবি জনসাধারণকে সাবধান করে জানিয়েছে – এই সংক্রান্ত কোনো মেসেজ কিংবা ফোন এলে তা যেন এড়িয়ে যাওয়া হয়।
Leave a Reply