আটা ময়দা মাখার সময় ৪টি কাজ ভুলেও করবেন না! করলেই কাঙ্গাল হয়ে ঘুরবেন পথে পথে

আটা ময়দা মাখার সময় ৪টি কাজ ভুলেও করবেন না! করলেই কাঙ্গাল হয়ে ঘুরবেন পথে পথে

আটা ময়দা মাখার সময়
৪টি কাজ ভুলেও করবেন না!

করলেই বাড়ি ছেড়ে পালাবে
স্বয়ং মা লক্ষ্মী!

কাঙ্গাল হয়ে ঘুরবেন পথে পথে!
ভিখেরির মতন না খেয়ে থাকবেন!

ভয়ংকর বিপদে হাবুডুবু খাবে
গোটা পরিবার!
এই ৪টি কাজ ঠিক কি কি?

প্রত্যেক বাড়িতেই রুটি-লুচি বানাতে আটা-ময়দা মাখা হয়। তবে এই আটা ময়দা মাখার সময় আমরা খুব একটা হিসেব নিকেশ করি না। মনের মতন করেই আটা ময়দা মেখে রুটি লুচি বানাই। শাস্ত্রে এই বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। বাস্তু শাস্ত্রে আটা, ময়দা মাখার ক্ষেত্রে বেশকিছু নিয়মাবলী রয়েছে। যেগুলো মেনে না চললে ভয়ংকর বিপদ ঘটার কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্র মতে আটা-ময়দা মাখার উপর নির্ভর করে পরিবারের স্বাস্থ্য, উন্নতি, আয়, ব্যবসা-বাণিজ্যর মতন বিষয়গুলো। আটা ময়দা মাখার সময় বাস্তুশাস্ত্রের বেশকিছু নিয়ম না মানার কারণে সংসারে বড় বড় বিপদ পর্যন্ত ঘটে যায়।

এক নজরে দেখুন বাস্তুশাস্ত্রে আটা ময়দা মাখার সময় কোন কোন নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে-

১, আটা ময়দার অপচয়রোধঃ বাস্তুশাস্ত্র মতে আটা ময়দা শস্য থেকে উৎপন্ন হয়। শস্য মা লক্ষ্মীর প্রতীক। তাই অযথা আটা-ময়দা নষ্ট করবেন না। আটা ময়দা অপচয় করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ঘরে দারিদ্রতা আসে। যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই ব্যবহার করুন।

২, আটা ময়দা মাখার সময় আঙ্গুলের ছাপ দিনঃ আটা ময়দা মাখার সময় লেচির উপর আঙ্গুলের ছাপ দিন। এর মাধ্যমে পূর্ব পুরুষদের স্মরণ করা হয়। এটি করলে সংসারের কল্যাণ হয়। হিত সাধন হয়।

৩, স্নান করে আটা মাখুনঃ আটা ময়দাকে লক্ষ্মীর প্রতীক মানা হয়। তাই স্নান করে রান্নাঘরে ঢুকে আটা ময়দা স্পর্শ করুন।

৪, আটা ময়দার জল গাছে গোড়ায় দিনঃ আটা ময়দা মাখা শেষ হলে সেই বাটিতে জল দিয়ে, সেই জল গাছের গোড়ায় দিন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *