দুয়ারে সরকার কিছুই না এবার বাংলা কাঁপাচ্ছে বিশেষ ১টি প্রকল্প! নাম তুললেই মিলবে লাখ টাকা, কাদের জন্য এই প্রকল্প?

দুয়ারে সরকার কিছুই না এবার বাংলা কাঁপাচ্ছে বিশেষ ১টি প্রকল্প! নাম তুললেই মিলবে লাখ টাকা, কাদের জন্য এই প্রকল্প?

দুয়ারে সরকার কিছুই না
এবার বাংলা কাঁপাচ্ছে
বিশেষ ১টি প্রকল্প!

৫’শ কিংবা ১ হাজার টাকা নয়
এই প্রকল্পের অনুদান লাখ টাকা!
সারা বছর মিলবে প্রকল্পটির সুবিধা!

একবার নাম তুললেই
বসে বসে খাবেন লাভের অঙ্ক!
আনন্দে আত্মহারা বাংলার মানুষ!

কি নাম প্রকল্পটির?
কাদের জন্য এই প্রকল্প?
কীভাবে করবেন আবেদন?

রাজ্য সরকারের স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকার। বিশেষ এই কর্মসূচি গত ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলেছে। এই কর্মসূচিতে নানান জনমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয় গ্রাহকদের। তেমনই এবার, এই কর্মসূচির প্রধান আকর্ষণ ছিল পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন। মূলত পরিযায়ী শ্রমিকদের একটি ডেটাবেস তৈরি করাই ছিল রাজ্য সরকারের লক্ষ্য। আসলে এই ডেটাবেসে যারা নাম নথিভুক্ত করবেন। পরবর্তীতে তারা এবং তাদের পরিবার পাবেন দু লক্ষ টাকা পর্যন্ত সুবিধে ।

আসলে, অনেকসময়ই পরিযায়ী শ্রমিকরা দূর রাজ্য কাজ করতে যান। সেখানে অনেকসময়ই বিভিন্ন দূর্ঘটনায় মৃত্যু হয় তাদের। আর এবার, এমন ঘটনা ঘটলেই পাসে দাঁড়াবে রাজ্য সরকার। মৃত্যু হলে দেবে ২ লক্ষ টাকা এবং অঙ্গহানি হলে দেবে ১ লক্ষ টাকার সুবিধে। অল্পদিনের মধ্যেই এই প্রকল্প জনপ্রিয়তা পায়। দেখা যায় আবেদনের হুড়োহুড়ি। তবে দুয়ারে সরকার শেষ হতেই চিন্তায় পড়েন অনেকে। কারণ এরপর দুয়ারে সরকার কবে হবে তার ঠিক নেই। এদিকে, দূররাজ্য থাকার কারণে অনেকেই হয়ত সময়ে থাকতে পারছেন না নিজের এলাকায়।

তবে, এবারে এই নিয়েই সুখবর দিল রাজ্য সরকার। এদিন, সরকারের তরফে বলা হয়- “সারাবছর পরিযায়ী শ্রমিকরা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। বাংলা সহায়তা কেন্দ্রে সারা বছর চলবে এই প্রকল্পের নাম তোলার সুযোগ। তাই নিশ্চিন্ত থাকতে পারে পরিযায়ী শ্রমিকরা।” বস্তুত সারা রাজ্য ছড়িয়ে রয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্র। তাই সহজেই পরিযায়ী শ্রমিকরা, নিজের কেন্দ্রের বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে লাভ উঠাতে পারবেন এই প্রকল্পের। এই প্রকল্প কিছুটা হলেও যে, এই হতভাগ্য শ্রমিকদের স্বস্তি দিয়েছে তা বলাই বাহুল্য।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *