পুজোর আগেই ছুটবে গরিবের বন্দে ভারত! এবার পয়সাওয়ালাদের সাথেই পাল্লা দিয়ে বন্দে ভারত চড়বে *দিনমজুরেরাও*
পুজোর আগেই ছুটবে
গরীবের বন্দে ভারত!
পয়সাওয়ালাদের সাথেই
পাল্লা দিয়ে বন্দে ভারত চড়বে
*দিনমজুরেরাও*!
বাংলার মানুষকে গ্র্যাণ্ড উপহার
নরেন্দ্র মোদীর!
বিলাসবহুল পরিষেবা!
লাক্সারিয়াস ট্রাভেল!
ভাড়া সাধ্যের নাগালে!
কবে থেকে চালু হচ্ছে এই ট্রেন?
কীভাবে পরিষেবা দেবে ট্রেনটি?
ভারতীয়দের একটা বড় অংশ নির্ভরশীল ট্রেনের ওপর। গরিব থেকে মধ্যবিত্ত সকলেই এই ট্রেনের ওপর নির্ভরশীল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন চলে এই ট্রেনের ওপর ভিত্তি করে। তাইতও, রেলের তরফেও প্রতিদিন নতুন নতুন ব্যবস্থাপনা করা হয় যাত্রী সুবিধার্থে। আর এবারে, এমনই এক নতুন ঘোষণা করা হল রেলের তরফে। যারপরই খুশির হাওয়া সাধারণ মানুষের মনে। ইতিমধ্যেই, দেশে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক এই সেমি-হাই স্পিড ট্রেন এখন যথেষ্ট জনপ্রিয়। তবে টিকিটের দাম বেশি হওয়ায় অনেকেই চড়তে পারেন না এই ট্রেন। তবে, এবারে তাদের জন্যই এল বড় সুখবর। বন্দে ভারত স্লিপার ও বন্দে ভারত মেট্রোর পর এবারে রেলের তরফে আনা হচ্ছে বিশেষ নন-এসি বন্দেভারত। এছাড়াও এই ট্রেন হবে ভারতের প্রথম “পুশ – পুল ট্রেন”। এই বছরের অক্টোবরের মধ্যেই চালু করা হতে পারে এই ট্রেন।
এই প্রসঙ্গে, রেলের এক উচ্চ আধিকারিকের বক্তব্য – “আমরা এই অর্থবর্ষের মধ্যে বন্দে ভারতের স্লিপার ভার্সান চালু করব। পাশাপাশি, আমরা এই অর্থবর্ষে বন্দে মেট্রোও লঞ্চ করব। এছাড়াও, আমরা নন-এসির যাত্রীদের জন্য যে ট্রেনটি শুরু করবো সেটি হল নন-এসি পুশ-পুল ট্রেন। যেখানে ২২ টি কোচ এবং লোকোমোটিভ থাকবে।”
বিশেষ, এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে ” বন্দে সধারণ”। এই ট্রেনটিতে থাকবে লোকোমোটিভ সহ মোট ২২টি কোচ। পাশাপাশি এটির প্রোটোটাইপ, রোল আউটের নির্ধারিত শিডিউলের থেকে এগিয়ে রয়েছে। এছাড়াও, ট্রেনটি ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটবে। এতে ১২টি স্লিপার ক্লাস কোচ, ৮টি সেকেন্ড সিটিং কোচ রয়েছে । শেষে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের ও লাগেজ রাখার জন্য থাকবে আরও ২টি কোচ। অত্যাধুনিক কোচগুলিতে থাকবে পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, ভালো ইন্টেরিয়র, আলো ও টয়লেট।
Leave a Reply