সরকারি চাকরি পাবেন কি না জানিয়ে দেবে হাতের তালুর ৪টি বিশেষ লক্ষণ! দেখুন কি বলছে হস্ত শাস্ত্র

সরকারি চাকরি পাবেন কি না জানিয়ে দেবে হাতের তালুর ৪টি বিশেষ লক্ষণ! দেখুন কি বলছে হস্ত শাস্ত্র

সরকারি চাকরি পাবেন কি না
জানিয়ে দেবে হাতের তালুর
৪টি বিশেষ লক্ষণ!

যা দেখলেই বুঝবেন
সরকারি চাকরি পাকা!

নিজে থেকে ধরা দেবে
গভর্নমেন্ট জব!

হাতের মুঠোয় আসবে
মোটা অঙ্কের স্যালারি!
দেখুন কি বলছে হস্ত শাস্ত্র

হস্ত শাস্ত্র মতে, হাতের রেখা দেখে নাকি ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। হাতের রেখার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অজানা ভবিষ্যতের হদিশ। হস্ত রেখার একটি আকর্ষণীয় বিষয় হল,হস্ত রেখা দেখেই নাকি আগে থেকে বোঝা যায় কোনো ব্যক্তি সরকারি চাকরি পাবে কি না। এক নজরে দেখুন হাতের কোন রেখা সরকারি চাকরির দিকে ইঙ্গিত দেয় –

এক, সূর্য পর্বত যদি সরলরেখায় থাকে- হস্ত রেখার মধ্যে একটি রেখা রয়েছে যার নাম সূর্য পর্বত। হস্ত শাস্ত্র মতে, কারো হাতে তালুতে সূর্য পর্বতের অবস্থান যদি উচ্চ হয় এবং কোনো বাধা ছাড়াই সূর্য পর্বত একটি সরলরেখা তৈরি করে তবে সেই ব্যক্তি সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।

দুই, সূর্য পর্বত বৃহস্পতি পর্বতের দিকে গমন- হস্ত রেখায় থাকা সূর্য পর্বত যদি বৃহস্পতি পর্বত নামক আরও হস্ত রেখার দিকে চলে যায়, সেই ক্ষেত্রেও সরকারি কর্মকর্তা তৈরির যোগ তৈরি হয়।

তিন, বুধ পর্বতে ত্রিভুজের আকৃতি তৈরি হওয়া – হাতের তালুতে বুধ পর্বত নামক একটি হস্ত রেখা রয়েছে। এই রেখা যদি ত্রিভুজ আকৃতি ধারণ করে সেক্ষেত্রেও ওই ব্যক্তির সরকারি চাকরির সম্ভাবনা প্রবল হয়।

চার, ভাগ্য রেখা যদি জীবনে রেখাকে ছেদ করে – হস্ত রেখায় ভাগ্য রেখা ও জীবন রেখা নামক দুটি হস্ত রেখা থাকে। এক্ষেত্রেও ভাগ্য রেখা যদি জীবনরেখাকে ছেদ করে সেক্ষেত্রেও এই ধরনের ব্যক্তিরারাও সরকারি কর্মী হিসেবে যোগ্যতা পান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *