রাধা অষ্টমীর ভোরে উঠেই করুন ৪টি বিশেষ কাজ! যা করলেই জীবনে মিলবে অগাদ সুখ-সমৃদ্ধি, কি সেই ৪টি কাজ?
রাধা অষ্টমীর ভোরে উঠেই করুন
৪টি বিশেষ কাজ!
যা করলেই জীবনে মিলবে
অগাদ সুখ-সমৃদ্ধি!
উপচে পড়বে অফুরন্ত ধন-দৌলত!
মিলবে মনের মতন জীবনসঙ্গী!
কি সেই ৪টি কাজ?
যা করলে আর পিছনে ফিরে
তাকাতে হবে না
হিন্দু শাস্ত্রে রাধা অষ্টমী খুবই মাহাত্ম্যপূর্ণ একটি দিন। বিশেষ এই দিনটিতে ধরনীর বুকে পা রেখেছিলেন রাধা রানী। সনাতন ধর্মে রাধারাণীকে মা লক্ষ্মীর অবতার হিসেবে মানা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয় রাধা অষ্টমী ব্রত পালন না করলে নাকি জন্মাষ্টমীর উপবাস কার্যকরী হয় না। সেই সাথে জ্যোতিষশাস্ত্রে আরও বলা হয়েছে রাধা অষ্টমী তিথিতে বেশ কিছু কাজ করলে শুভ ফল পাওয়া যায় ও বেশ কিছু বাঁধা কেটে যায়। একনজরে দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র-
১, বিয়ের বাঁধা কাটানো- যাদের অনেক দিন ধরেই বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যাচ্ছে, তাদের জন্য রাধা অষ্টমী খুবই গুরুত্বপূর্ণ। এই দিন *’রাধাকৃপাকটকশা স্তোত্র’* জপ করে রাধা রাণীকে ফুল নিবেদন করলে বিয়ের বাঁধা দূর হয়ে যাবে।
২, সাংসারিক অশান্তি দূরীকরণ- আমাদের প্রত্যেকের সংসারে নানা রকম অশান্তি ঘটে থাকে। শাস্ত্রমতে রাধা অষ্টমীতে রাধা কৃষ্ণের যুগল মূর্তির সামনে প্রার্থনা করলে সংসারের সমস্ত অশান্তি ও ঝামেলা দূর হয়ে যায়।
৩, আয় উন্নতি বৃদ্ধি- যাদের অনেক দিন ধরেই সংসারের আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না, টাকা পয়সা হাতে থাকছে না, তাদের জন্যও রয়েছে রাধা অষ্টমীর বিশেষ টোটকা। এই সমস্যা কাটিয়ে উঠতে রাধা অষ্টমী তিথিতে ভোর বেলা স্নান করে ১০৮ বার এক সঙ্গে রাধা কৃষ্ণের নাম এক সঙ্গে জপ করার নির্দেশ দিয়েছে জ্যোতিষশাস্ত্র।
৪, সন্তান লাভ- অনেকে নিঃসন্তান দম্পতি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরেই সন্তান লাভের প্রচেষ্টা চালাচ্ছেন। তাদের জন্য রাধা অষ্টমী খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি। এই দিন সকাল সকাল স্নান করে, উপোস করে রাধা রাণীকে ভোগ দিলে বন্ধ্যত্ব কিংবা সন্তান লাভ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় বলে বিশ্বাস করে জ্যোতিষশাস্ত্র।
Leave a Reply