কলকাতায় পুজো ঘোরানোর ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি! খরচ শুনলে বুক না করে
থাকতেই পারবেন না
কলকাতায় পুজো ঘোরানোর
ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি!
সপ্তমী টু নবমী
ব্রেকফাস্ট থেকে লাঞ্চ
সঙ্গে এসি বাস
দুর্ধর্ষ প্যাকেজ নিয়ে হাজির
রাজ্য পরিবহন দপ্তর!
কোন পুজো দেখবেন?
কী খাবেন?
চিন্তাই করতে হবে না আর!
খরচ নামমাত্র!
টিকিটের প্রাইস শুনলে বুক না করে
থাকতেই পারবেন না!
আর মাত্র কটা দিন। এর পরেই ঢাকের বাদ্যিতে মেতে উঠবে পুজো বাড়ি। পুজো মানেই ঘোরাঘুরি। আর পুজোর এই কটা দিন যাতে সুন্দরভাবে ঘোরাঘুরি করা যায়, সেই লক্ষ্যেই সপ্তমী থেকে নবমী এই তিন দিনের জন্য পুজো প্যাকেজ নিয়ে হাজির রাজ্যের পরিবহন দপ্তর। যা এক কথায় অনবদ্য ও দুর্দান্ত। WBTC এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে থাকছে পুজো মণ্ডপ ঘুরে দেখানোর বিশেষ ব্যবস্থা। বাসের করে পুজো মণ্ডপ ঘুরে দেখাবে রাজ্যের পরিবহন দপ্তর।
কোথা থেকে ছাড়বে এই বাস?
এসি এবং নন এসি দু রকমের বাস ছাড়বে।
নন এসি বাস-
নন এসি বাস ছাড়বে সপ্তমী ও নবমীর দিন। এই বাস ছাড়বে বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় এবং ব্যারাকপুর থেকে। এক্ষেত্রে বারাসত কলোনি মোড়, ডানলপ মোড় থেকে বাস ছাড়বে সকাল ৯ঃ১৫ মিনিটে। অন্যদিকে ব্যারাকপুর থেকে বাস ছাড়বে সাড়ে আটটায়। নন এসি বাসের ভাড়া পড়বে ৪৫০ টাকা।
এসি বাস-
নন এসি বাসের মতই একটি এসি বাসও ছাড়া হবে। এক্ষেত্রে এসি বাসটি সপ্তমী ও নবমীর দিন বারাসাত থেকে ছাড়া হবে। ভাড়া পড়বে মাথাপিছু ১৯০০ টাকা। এসি বাসে দুপুরের খাবার সহ পেয়ে যাবেন চা ও স্ন্যাক্সের সুবিধা।
ধর্মতলা থেকেও একটি বাস ছাড়বে –
ধর্মতলা থেকেও একটি বাস ছাড়বে। সেটি ছাড়বে সকাল ৮ টায়। এই বাসে ঘুরে ঘুরে দেখানো হবে শোভাবাজার রাজবাড়ি, বেহালা রায় বাড়ি, বেলুড় মঠ, বনেদি বাড়ির পুজো, একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা, কলেজ স্কোয়ার, বাগবাজার- সহ একাধিক পুজো প্যান্ডেল। এক্ষেত্রে মাথা পিছু লাগবে ভাড়া পড়বে ১৯০০ টাকা। সঙ্গে দেওয়া দুপুর ও বিকেলের খাবার।
কীভাবে বুক করবেন এই পরিষেবা?
অনলাইন ও অফলাইন দুভাবেই এই পরিষেবা বুক করতে পারবেন। অনলাইনে বুক করার জন্য ভিজিট করতে হবে স্ক্রিনে দেখানো এই ওয়েব সাইটে –
*https://wbtconline.in/home –*
এছাড়াও টিকিট বুকিং এর জন্য কলকাতা সংলগ্ন এলাকায় মোট ১৩টি কাউন্টার রয়েছে সেখান থেকেও আপনারা টিকিট বুকিং করতে পারেন। একই সাথে যাত্রীদের সুবিধার্থে, wbtc এর তরফে একটি একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। স্ক্রিন নম্বরটি দেখানো হল-
৯৮৩০১৭৭০০০
এই নম্বরে যোগাযোগ করেও বিস্তারিত জানতে পারবেন। তাই আর দেরী কিসের? আজই যোগাযোগ করে এবারের পুজোয় বেড়িয়ে পড়ুন রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে ঠাকুর দেখতে।
Leave a Reply