রহস্যময় দেবী মূর্তি, দিনে তিন তিনবার পাল্টান রুপ! সকালে, দুপুর, সন্ধ্যা তিনবেলা তিন রুপ, দেখলে বিশ্বাসই হবে না

রহস্যময় দেবী মূর্তি, দিনে তিন তিনবার পাল্টান রুপ! সকালে, দুপুর, সন্ধ্যা তিনবেলা তিন রুপ, দেখলে বিশ্বাসই হবে না

রহস্যময় দেবী মূর্তি!
দিনে তিন তিনবার পাল্টান রুপ!

সকালে, দুপুর, সন্ধ্যা
তিনবেলা তিন রুপ!

এই দেবীর কাছে মানত করলেই
পূর্ণ হয় সমস্ত মনোবাসনা!

দেবীর সামনে গণ্ডি কাটলেই
সেরে যায় কঠিন রোগ!
দূর হয় বন্ধ্যত্ব!

কি নাম এই দেবীর?
কোথায় রয়েছে এই দেবীর মন্দির?

অদ্ভুত, অপরূপ সৌন্দর্যের অধিকারী এক দেবী মূর্তি। দিনের মধ্যে তিন তিন বার বদলে যায় এই দেবী মূর্তির রুপ। দেখলে চোখে ধাঁধা লেগে যাবে। বিশ্বাসই হবে না এমনটাও বাস্তবে হয়। এই দেবী মূর্তিকে দেখতে দূর দুরান্ত থেকে ছুটে আসে অগণিত ভক্ত বৃন্দ। এই দেবী মূর্তির রুপ বদলানোর রহস্য আজও অধরা। উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত এই রহস্যময়ী দেবীর মন্দির। অলৌকিক শক্তিসম্পন্না এই দেবী মূর্তির নাম ধরি দেবী।

ধরি দেবীর মূর্তিটি সকালে দেখতে এক্কেবারে বালিকার মতো, বিকেলে এক যুবতীর মত এবং সন্ধ্যায় দেখতে এক বৃদ্ধ মহিলার মতন। কীভাবে এই ভোল পাল্টে যায় সেই রহস্য আজও অজানা। ভক্তদের কাছ থেকে জানা যায়, ধরি দেবীকে যারা মনে প্রাণে ডাকেন, ভক্তি ভরে পুজো করেন তাদের প্রতি তিনি সর্বদা কৃপা দৃষ্টি প্রয়োগ করেন। তাদের মনোবাসনাও পূর্ণ করেন ধরি দেবী। এই মন্দিরে অগণিত ভক্ত বহু কঠিন কঠিন মানত করেন। সেই সমস্ত মানতের ৯০ শতাংশ নাকি পূর্ণ হয় ধরি দেবীর কৃপায়। অনেকেই কঠিন রোগের থেকে পরিত্রাণ পেতে, কেউ আবার সন্তান কামনার আশায় ধরি দেবীর মন্দিরে গণ্ডি কাটেন।

ভক্তদের বিশ্বাস ধরি দেবী উত্তরাখণ্ডের চার ধামকে সুরক্ষা প্রদান করেন। তিনি তার ভক্তদের ধারক ও বাহক। প্রতিদিন এই মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *