হ্যাকারদের দখলে আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট হাতিয়ে প্রতারণা! এই অবস্থায় ঘরে বসেই করে ফেলুন ১টি কাজ

হ্যাকারদের দখলে আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট হাতিয়ে প্রতারণা! এই অবস্থায় ঘরে বসেই
করে ফেলুন ১টি কাজ

হ্যাকারদের দখলে আধার কার্ড!
ফিঙ্গারপ্রিন্ট হাতিয়ে ব্যাংক লুঠ!

উধাও লক্ষ লক্ষ টাকা!
নিমেষে সাফ ব্যাংক একাউণ্ট!

এই অবস্থায় ঘরে বসেই
করে ফেলুন ১টি মাত্র কাজ!

৫ টাকাও খরচ হবে না!
লাগবে না সাইবার পুলিশের সাহায্য!

কি সেই কাজ?
যা করলেই থেমে যাবে হ্যাকারদের দাদাগিরি

আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে শুরু হয়েছে ভয়ানক জালিয়াতি। সাইবার প্রতারকরা বায়োমেট্রিক তথ্য চুরি করে গ্রাহকের অজান্তে ব্যাঙ্ক থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। এই জালিয়াতি এতটাই শক্তিশালী যে, OTP এর মতন সিস্টেমও কাজ করছে না। বিগত বেশ কিছুদিন ধরেই এই প্রতারণার শিকার হয়ে আসছেন অগণিত মানুষ। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আগে জেনে নিন কেন এমনটা হচ্ছে –

এই জালিয়াতির নেপথ্য কারণ আধারের বায়োমেট্রিক আনলক। আধার কার্ডে থাকা আপনার বায়োমেট্রিক ছাপ আনলক থাকার কারণেই প্রতারকেরা আপনার সঙ্গে এই জালিয়াতি করার সুযোগ পাচ্ছে। তাই আর বিলম্ব না করেত আধারের বায়োমেট্রিক আনলক সিস্টেমটিকে লক করে সুরক্ষিত করে তুলুন।

কীভাবে আধার নম্বর লক করবেন?

খুব সহজে বাড়ি বসেই আপনি এই কাজটি করতে পারেন।

১, নিজের স্মার্টফোনে mAadhaar অ্যাপটি ইনস্টল করুন।

২, এবার নিজের আধার কার্ডের নম্বর দিয়ে অ্যাপটিতে লগ ইন করুন।

৩, লগ ইন করার পর পর আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পৌঁছবে। সেই নম্বরটি সঠিকভাবে এন্টার করুন।

৪, এরপর আপনাকে নিয়ে যাবে অ্যাপটির হোম পেজে। সেখানে নানা পরিষেবার অপশন দেখতে পাবেন।

৫, ‘মাই আধার’ বলে একটি অপশন পাবেন। সেটিতে প্রবেশ করুন।

৬, এই পেজে গেলেই আপনি আপনার আধার কার্ডটি দেখতে পাবেন। যার নিচেই বায়োমেট্রিক্স লক বলে একটি অপশন পাবেন।

৭, সেটি ক্লিক করুন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার বায়োমেট্রিক লক নাকি আনলক।

৮, যদি আনলক থাকে সেক্ষেত্রে আপনি লক করতে চাওয়ার অপশনে ক্লিক করুন।

৯, এই সময় আবারও একটি ওটিপি পাবেন। যা এন্টার করলেই আপনার বায়োমেট্রিক্স লক হয়ে যাবে।

১০, এরপর আপনার আঙ্গুলের ছাপ ব্যবহার করে অন্য কেউ লেনদেন করতে চাইলেই আপনার কাছে OTP এসে যাবে। মনে রাখবেন ভুল করেও এই OTP শেয়ার করবেন না।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *