ধর্মতলা থেকে উঠে যাবে বাসস্ট্যান্ড! কোথায় হবে নতুন বাসস্ট্যান্ড? বড়সড় পরিকল্পনা নবান্নের!
ধর্মতলা থেকে উঠে যাবে বাসস্ট্যান্ড!
বড়সড় পরিকল্পনা নবান্নের!
দীঘা হোক বা দার্জিলিং
বাস ধরতে আর যেতে হবে না
ধর্মতলা!
তৈরি হবে নতুন ঝাঁ চকচকে
চোখ ধাঁধানো বাস স্ট্যান্ড!
কোথায় হবে নতুন বাসস্ট্যান্ড?
কবে থেকে চালু হবে?
মহানগর কলকাতার অন্যতম লাইফ লাইন হল বাস পরিষেবা। অফিস যাত্রী থেকে স্কুলের ছাত্ররা সকলেই নির্ভরশীল এই বাসের ওপর। আর এই বাস পরিষেবার প্রাণকেন্দ্র হলো ধর্মতলা। ধর্মতলা থেকে প্রতিদিন চলে শয়ে শয়ে যাত্রীবাহী বাস। কলকাতা ও কলকাতার বাইরের সব ধরনের বাসই ছাড়া হয় এই বাস স্ট্যান্ড থেকে। তবে এবারে অস্তিত্ব মুছে যাবে এই বাসস্ট্যান্ডের। হ্যাঁ ঠিকই শুনছেন। তৈরি করা হবে নতুন বাসস্ট্যান্ড। রাজ্যের তরফে তেমনি ইঙ্গিত পাওয়া গেল এ দিন।
রাজ্যের তরফে, ইতিমধ্যেই ধর্মতলার বিকল্প বাসস্ট্যান্ডের জন্য জমি খোঁজা শুরু হয়েছে। রাজ্যের পাঁচটি জায়গাকে ইতিমধ্যেই করা হয়েছে শর্টলিস্টেড। জানা যাচ্ছে সবমিলিয়ে সেখানে রাখা যাবে প্রায় ৫৫০ বাস। তবে কিছু অংশ এখনো বেআইনি দোকানদারদের দখলে থাকায়। বর্তমান পরিস্থিতিতে রাখা যাবে মোটামুটি ৪০০টি বাস।
আসলে, ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানো নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে একটি মামলা। সেই মামলাতেই, এদিন কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে জানতে চায় বাসস্ট্যান্ড সরানো নিয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার? সেই বিষয়েই রাজ্য এই উত্তর দেয়। যদিও বা এই মামলা নিয়ে হয়েছে নানান জলঘোলা। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শেষমেষ কোর্টের রায় থাকে বাসস্ট্যান্ড পরিবর্তনের পক্ষেই।
প্রাথমিকভাবে, বাসস্ট্যান্ড হিসেবে সাঁতরাগাছি টার্মিনাসকে বেছে নেওয়া হলেও সেখানে ১০০টির বেশি বাস থাকবে না। ভবিষ্যতেও করা যাবে না জায়গাবৃদ্ধি। দ্বিতীয় জায়গা হিসেবে ভাবা হয়, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ভবনের কাছে ৫২৫৯ বর্গফুটের একটি জায়গা। তবে সেখানেও ৬০টির বেশি বাস রাখা সম্ভব নয়। এছাড়াও হাওড়ার ফোরসোর রোড এবং ডিউক রোডের দুটি জায়গায়ও দেখা হয় জমি। এখানেই সব মিলিয়ে 550 টি বাস রাখা সম্ভব বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। তবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরিবেশবিদরা। তাদের কথায়, এই স্থানে বাস রাখার পরিকল্পনা সুসংহত নয় এবং এর ফলে সমস্যা বাড়বে বই কমবে না। এবার, এই বাস স্ট্যান্ড বদলের পরিকল্পনা কতটা কার্যকরী হয় তার উত্তর দেবে সময়ই।
Leave a Reply