প্লাস্টিক

জানেন প্লাস্টিক বোতলের তলায় থাকা এই ত্রিকোণ চিহ্নের আসল অর্থ কি? জানেন কোন প্লাস্টিক ক্যান্সারের কারণ? ক্ষতিকারক জেনেও কেন প্লাস্টিকের  ব্যবহার কমছে না? কি বলছেন বিশেষজ্ঞরা? কোন প্লাস্টিকের  ব্যবহার নিরাপদ জানেন?

প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বহুদিন ধরেই দেশজুড়ে চলছে সচেতনতামূলক প্রচার। পরিসংখ্যান এর হিসাবে গোটা বিশ্বজুড়ে গত ৩০ বছরে প্লাস্টিকের ব্যবহার বেড়েছে চার গুণ। ৩.৪ শতাংশ গ্রিনহাউস গ্যাসের জন্য দায়ী এই প্লাস্টিক। যার মধ্যে শুধুমাত্র ৯ শতাংশ প্লাস্টিক পুনরায় ব্যবহারযোগ্য। তাই বহু শহরে ইতিমধ্যেই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার করা একেবারেই অনুচিত। ২০১৯ সালে ৬.৯ মিলিয়নটন প্লাস্টিক বর্জ্য জলে মিশেছিল ১.৭ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সরাসরি গিয়ে পড়েছিল সমুদ্রে। আর বর্তমানে সাগর এবং মহাসাগরে রয়েছে ৩০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য।

বিশেষজ্ঞদের বক্তব্য:

প্লাস্টিকের বোতল শুধু নিকাশী নালারই  মুখ বন্ধ করে না, প্রাণ সংশয় হয় জলজ প্রাণীদেরও। কমিয়ে দেয় মাটির উর্বরতাও। বিশেষ করে সিঙ্গেল প্লাস্টিকের বোতল ব্যবহার করা একেবারেই অনুচিত। যদিও দেশের বহু শহরে এখন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। কিন্তু তারপরেও ফাঁক ফোকর গলে এখনও  চলছে প্লাস্টিকের ব্যবহার। খাবার জল,কিংবা সফ্ট ড্রিঙ্কস তো বটেই সেইসাথে অন্যান্য যে কোনো খাবারও এখন বিক্রি হচ্ছে প্লাস্টিকের বোতল বা মোড়কে। অথচ এই প্লাস্টিকের বোতল, কিংবা অন্যান্য পাত্র অথবা মোড়কই এখনকার দিনে প্রাণঘাতী ক্যান্সারের কারণ।

কিন্তু আশ্চর্যের বিষয় এই যে  প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জেনেও অনেকে স্বেচ্ছায় একাধিকবার ব্যবহার করছেন এই ধরনের প্লাস্টিকের বোতল কিংবা প্লাস্টিকের তৈরি প্লেট। তাই প্রতিটি প্লাস্টিকের বোতলের তলায় ত্রিকোণ  চিহ্নের মধ্যেই সংখ্যা দিয়ে বর্ণনা করা হয় কোন বোতল ঠিক কতটা বিধিসম্মত ভাবে তৈরি এবং কোনটি  কতটা ব্যবহারযোগ্য।

১ থাকলে: বোতলের তলায় ত্রিকোণ চিহ্নের মধ্যে ১ থাকা মানে বোতলটি একবারের বেশি ব্যবহার করা যাবে না। এই ধরনের বোতলগুলি পলিথিলিন টেরেপথ্যালেট প্লাস্টিক দিয়ে তৈরী। যা একাধিকবার ব্যবহার করলে তা স্বাস্থ্যের পক্ষে হানিকারক হয়।

সংখ্যা ২ থাকলে: এই ধরনের প্লাস্টিক বোতলগুলি মূলত শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখার জন্য ব্যবহার হয়। যা ঘন পলিথিন দিয়ে তৈরী করা হয়।

৩ থাকলে: বোতলের তলায় ৩ লেখা থাকলে সেই বোতল বেশি ব্যবহার করা উচিত নয়। এই ধরনের বোতল তৈরি হয় ‘পোলিভিনিল ক্লোরাইড’ বা ‘পিভিসি’ থেকে। এই ধরনের বোতল ব্যবহার করলে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে। সাধারণত এই ধরণের বোতল ‘পিনাট বাটার’ রাখতে ব্যবহার করা হয়।

ত্রিকোণের মধ্যে ৪ লেখা থাকলে: এই ধরনের প্লাস্টিক একাধিকবার ব্যবহার করা যায়। খুব দামি বোতল ছাড়াও প্লাস্টিকের প্যাকেটে এই চিহ্ন প্রচুর দেখা যায়।

৫ থাকলে : সবথেকে নিরাপদ এবং ব্যবহারেরযোগ্য প্লাস্টিক হয় এই জাতীয় পাত্র বা প্যাকেট। সাধারণত আইসক্রিম কাপ বা সিরাপের বোতল অথবা খাবারের কন্টেনারে এই ধরনের চিহ্ন দেখা যায়।

৬ অথবা ৭ থাকলে : সবচেয়ে ক্ষতিকারক হয়ে থাকে এই ধরনের প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক তৈরি করতে পলিস্টিরিন এবং পলিকার্বনেট বিসপেনল ব্যবহার করা হয়। তাই একে প্লাস্টিকের রেড কার্ড বলা হয়। এই ধরনের প্লাস্টিক ব্যবহারের ফলে হরমোনের সমস্যা ছাড়াও দেখা যায় ক্যানসারের প্রবণতা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *