বর্ষাকালে মশার উপদ্রব একটু বেশিই থাকে। তাই মশার হাত থেকে বাঁচতে, এখনকার দিনে প্রত্যেকের বাড়িতেই রয়েছে, গুড নাইট বা অলআউটের মতো বৈদ্যুতিক মশা তাড়ানোর ছোট্ট একটি মেশিন। যা অনেক সময় সারাদিন ধরেই চলতে থাকে অনেকের বাড়িতেই। কানের কাছে মশার গুনগুন গান যেমন বিরক্তিকর তেমনি অসহ্যকর হওয়ার ওঠে মশার কামড়ও। এছাড়া রয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী মশাবাহিত রোগও।
তাই মশার এই উপদ্রবের হাত থেকে রেহাই পেতে এই ছোট্ট মেশিনটির গুরুত্ব কিন্তু অপরিহার্য। তাই আমাদের দেশে মশা তাড়ানোর এই ছোট্ট মেশিন ব্যাপক ভাবে বিক্রি হয়। কিন্তু আপনি কি জানেন গুড নাইট বা অলআউট এর মতো এই ছোট্ট মেশিন থেকে প্রতি মাসে কতটা পরিমাণ বিদ্যুৎ খরচ হতে পারে? সারাদিনে ৮ ঘন্টা অলআউট জ্বললে প্রতি মাসে কত বিদ্যুৎ বিল আসে জানেন? এই ছোট্ট একটি মেশিন সারা মাসের বিদ্যুৎ বিলে কতটা পরিবর্তন আনে তা হয়তো ভেবে দেখেননি অনেকেই।
অনেকেরই হয়তো জানা নেই বাজারে বৈদ্যুতিক মশা তাড়ানোর এই ডিভাইস সাধারণত ৫ ওয়াট থেকে ৭ ওয়াটের বিদ্যুৎ পরিমাপক হিসেবে বিক্রি হয়। তাই প্রতি মাসে বৈদ্যুতিক মশা তাড়ানোর এই ডিভাইস থেকে ৫ ওয়াট থেকে ৭ ওয়াটের বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ এই ডিভাইস গুলি থেকে একটি এলইডি লাইটের মতই বিদ্যুৎ খরচ হয়। হিসেব অনুযায়ী যদি দিনে আট থেকে ৮ ঘন্টা ৫ ওয়াটের একটি মশা তাড়ানোর এই ডিভাইস ব্যবহার করা হয় তাহলে তা থেকে ৪০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।
তাই একইভাবে যদি আমরা এটিকে ৩০ দিনের হিসেবে বিচার করি তাহলে এই যন্ত্রগুলি থেকে ১২০০ ওয়াট অর্থাৎ ১.২ হাজার ওয়াটের বিদ্যুৎ খরচ হয়। তার মানে দাড়াচ্ছে প্রতি মাসে যদি এই মশা তাড়ানোর বৈদ্যুতিক ডিভাইসটি ৮ ঘন্টা করেও ব্যবহার করা হয় তাহলে তা থেকে প্রায় এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এইভাবে যদি এক ইউনিটের জন্য ৮ টাকা করে ধার্য করা হয়, তাহলে প্রতি মাসে এই মশা তাড়ানোর জন্য আপনার বিদ্যুৎ বিলের তালিকায় যোগ হবে অতিরিক্ত ২৪০ টাকা।
Leave a Reply