অনলাইনে ক্যাশ অন ডেলিভারি নিয়মে বিরাট রদবদল! বেঁধে দেওয়া হল সময়সীমা, এরপর পাল্টে যাবে সব
অনলাইনে ক্যাশ অন ডেলিভারি
নিয়মে বিরাট রদবদল!
পুরনো নিয়মে আর করা যাবে না
কেনাকাটা!
*অ্যামাজন* থেকে ফ্লিপকার্ট
সব ক্ষেত্রেই লাগু কড়াকড়ি!
বেঁধে দেওয়া হল সময়সীমা!
এরপর পাল্টে যাবে সব!
কি সেই নতুন নিয়ম?
কবে থেকে লাগু হবে এই নিয়মটি?
বর্তমানের যুগ ডিজিটাল যুগ। সরকারি কাজকর্ম থেকে শিক্ষা ব্যবস্থা সবই এখন চলে অনলাইনে। কেনাকাটার ক্ষেত্রেও আজ মানুষ অনেকটাই অনলাইন নির্ভর। জামা-কাপড় থেকে ইলেকট্রনিক দ্রব্য। ঘরের জিনিস থেকে মুদিখানা দ্রব্য সবই মেলে অনলাইনে। প্রতিদিন হাজার-হাজার কোটি টাকার কেনাবেচা করে অনলাইন বিপণনী সংস্থাগুলি। তবে এবারে এই অনলাইন শপিং এর ক্ষেত্রেই আসতে চলেছে বড় পরিবর্তন। বদল আসছে বিশেষ একটি নিয়মে। সাধারনত ,আপনারা অনেকেই ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাড়িতে জিনিসপত্র আসার পর পেমেন্ট করে থাকেন। কিন্তু এবারে এক্ষেত্রেই আসতে চলেছে বড় পরিবর্তন। না জানলে পড়বেন সমস্যায়। আসলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গত কয়েক মাস আগে করা হয় এক বিশেষ ঘোষণা। জানানো হয়, আর ব্যবহার করা হবে যাবে না ২০০০ টাকার নোট। এই মাসের ৩০ তারিখের মধ্যে জমা করতে হবে সমস্ত ২০০০ টাকার নোট।
আর এবারে জানানো হল যে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও নেওয়া হবে না আর এই ২০০০ টাকার নোট। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রিয় অনলাইন সংস্থা ‘Amazon’। সেখানে জানানো হয়েছে ” ৩০সে সেপ্টেম্বর ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করার শেষ তারিখ হলেও। ১৮ই সেপ্টেম্বরের পর থেকে অ্যামাজনের ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আর গ্রহণ করা হবে না ২০০০ টাকার নোট।” তাই, যারা এখনও পর্যন্ত ২০০০ টাকার নোট নিজের কাছে রেখে দিয়েছেন তারা এক্ষুনি হোন সাবধান। আপনার টাকা আর গ্রহণ করবে না Amazaon।
শুধু amazon ই নয় , অন্যান্য অনলাইন সংস্থাগুলিও এই বিষয়ে জারি করেছে বিজ্ঞপ্তি। তাই আর, সময় নষ্ট না করে এক্ষুনি বদলে ফেলুন নিজের ২০০০ টাকার নোট।
Leave a Reply