কর্কট রাশিতে মার্গী শুক্র! শুরু হল ৩টি রাশির কোটিপতি হওয়ার যোগ, ডিসেম্বর পর্যন্ত আসবে
বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ
কর্কট রাশিতে মার্গী শুক্র!
শুরু হল ৩টি রাশির কোটিপতি হওয়ার যোগ!
ডিসেম্বর পর্যন্ত পাবে
বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ!
সম্পদের মালিক শুক্রের কৃপায়
টাকার খনি বানাবে এই ৩টি রাশি!
তুঙ্গে থাকবে সৌভাগ্য
পূরণ হবে যাবতীয় স্বপ্ন!
অচিরেই বাড়বে সম্মান পদ-মর্যাদা!
তালিকায় রয়েছে
কোন ৩টি রাশি?
১২টি রাশির মধ্যে ৩টি রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত সুখবর শোনাতে চলেছি। যা শুনলে হয়ত আনন্দে কেঁদে ফেলবেন আপনারা। প্রতিটি মানুষই ভালোভাবে বেঁচে থাকতে চাই। তার জন্য বহু কষ্ট সহ্য করতে হয়। এখন যে তিনটি রাশির কথা বলব তাদেরও এতদিন ধরে বহু জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তবে এবার তাদের জ্বালা যন্ত্রণা শেষ হওয়ার অপেক্ষা। চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত সোনার চামচ মুখে দিয়ে ঘুরবে এই ৩টি রাশির জাতকেরা। কারণ ইতিমধ্যেই শুক্র গ্রহ কর্কট রাশিতে মার্গী হয়েছে। এর প্রভাব পড়েছে শুধুমাত্র এই ৩ রাশির উপর। শুক্র গ্রহ কর্কট রাশিতে মার্গী হওয়া মানেই শুভ যোগ। ধন সম্পদের বর্ষণ, খ্যাতি অর্জন। অতএব ৩ রাশিকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এক নজরে দেখুন তালিকায় রয়েছে কারা –
১, তুলা রাশিঃ জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র গ্রহ কর্কট রাশিতে মার্গী হলে সোনা দিয়ে কপাল বাঁধে তুলা রাশি। বিশেষ এই যোগের দ্বারা বড়সড় চাল চালার সুযোগ পাবে তুলা রাশির জাতকেরা। অগাদ সম্পত্তি হবে। আয় উন্নতি, মান যশ বাড়বে। চাকরির সন্ধান পাবে। লটারিতে ফটকা পাবে।
২, মিথুন রাশিঃ এই রাশির জাতকেরা নতুন বাড়ি, গাড়ি কেনার সুযোগ পাবেন। হাতে অঢেল টাকা কড়ি আসবে। সংসারে সুখের বন্যা বইবে। নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের সম্ভাবনাও বাড়বে। বিবাহিত জীবনে বাঁধা বিপত্তি দূর হবে। পড়ুয়াদের উন্নতি হবে।
৩, কন্যা রাশিঃ ব্যবসায়ীদের লাভের অঙ্ক বাড়বে। সুদে আসলে টাকার খনি লাভ করবে। পারিবারিক কলহ থেকে মুক্তি পাবে।
Leave a Reply