টিসিএস

আগামী পয়লা অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের তরফে আনা হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। এবার বিদেশে টাকা খরচের জন্যও ট্যাক্স-এর নিয়মেও আসতে চলেছে বড় পরিবর্তন। বছর বছর অনেকেই বিদেশে পড়াশোনা, চিকিৎসা কিংবা ভ্রমণের জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। এবার সে ক্ষেত্রেই আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে টিসিএস সংগ্রহের নতুন রেট বা হার।

বিদেশ থেকে যে টাকা পাঠানো হয়, তার উপরেই এই টিসিএস বসে। তাই আগামী মাসের শুরু থেকেই ‘লিবারাইজড রেমিট্যান্স স্কিম’-র (এলআরএস) আওতায় থাকা ‘টিসিএস’ বা ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স ধার্যের সময়সীমা বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার।

যদি বিদেশে গিয়ে কারও মাথাপিছু বার্ষিক খরচের পরিমাণ ৭ লাখ টাকা পেরিয়ে যায়, তাহলে উচ্চহারে কর দিতে হবে। তবে  কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে প্রতি বছর বিদেশে খরচ করলে টিসিএস ধার্য করা হবে না। কারণ তা  ‘লিবারাইজড রেমিট্যান্স স্কিম’-র আওতায় আসবে।

প্রসঙ্গত ২০২৩ সালের অর্থবিলে বলা হয়েছিল, ‘লিবারাইজড রেমিট্যান্স স্কিম’-র আওতায় বিদেশে খরচ এবং বিদেশে ট্যুর প্যাকেজের ক্ষেত্রে টিসিএসের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হচ্ছে। সেইসঙ্গে ‘লিবারাইজড রেমিট্যান্স স্কিম’-র আওতায় টিসিএস ধার্য করার ক্ষেত্রে সাত লাখ টাকার যে সীমা ছিল, তা তুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে চিকিৎসাজনিত এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়নি।

বিদেশে পড়াশোনার জন্য যদি ৭ লক্ষ টাকা ব্যয় করা হয়, তাহলে ০.৫ শতাংশ হারে টিসিএস ধার্য হবে। আর ৭ লক্ষ টাকার উপরে  ব্যয় করা হলে, ৫ শতাংশ টিসিএস দিতে হবে। অন্যদিকে যদি বিদেশে চিকিৎসার খরচ ৭ লক্ষ  টাকা অতিক্রম করে তাহলে ৫ শতাংশ হারে টিসিএস দিতে হবে।

বিদেশী ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে টিসিএস থেকে কোনও ছাড় পাওয়া যাবে না। একটি আর্থিক বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত বিদেশী ট্যুর প্যাকেজ কেনার ক্ষেত্রে, ৫ শতাংশ টিসিএস প্রযোজ্য হবে৷ আর  ৭ লক্ষ টাকার বেশি খরচ হলে  টিসিএস  ২০শতাংশ হারে প্রযোজ্য হবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *