দামি বিমান

বিশ্বের বড় বড় ধনকুবেদেরও টেক্কা দিতে পারেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, রতন টাটা কিংবা গৌতম আদানীর মতো ধনুকুবেররা। বিলাসবহুল জীবনযাপন থেকে দামি গাড়ি কিংবা রাজপ্রাসাদের মতো বাড়ি কি নেই তাঁদের! তবে বিশ্ব বিখ্যাত এই ভারতীয় ধনকুবের দেরও টেক্কা দিচ্ছেন সৌদি আরবের রাজপুত্র তথা ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল অল সৌদ। কারণ তিনিই হলেন বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমানের মালিক। যা নেই পৃথিবীর সবচেয়ে ধনি ব্যক্তি অর্থাৎ স্বয়ং এলন মাস্কের কাছেও।

তাই সম্পত্তির নিরিখে সৌদি আরবের এই যুবরাজ অন্যদের থেকে হয়তো অনেক পিছিয়ে আছেন ঠিকই। কিন্তু, সৌদির রাজপুত্রের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান। ভারতীয় মুদ্রায় যার দাম ৪১০০ কোটি টাকারও বেশি। বিলাসবহুল এই ব্যক্তিগত বিমানটি বোয়িং ৭৪৭-এর। যার বাজার মূল্য ১২৪৬ থেকে ১৬৬১ কোটি টাকা।

কিন্তু সৌদির রাজপুত্রের বিমান বলে কথা! সেই বিমান যে রাজকীয় হবে সে বিষয়ে সন্দেহ নেই কারও। তাই বিমানটিকে সাজিয়ে গুছিয়ে একেবারে ঝাঁচকচকে করে তুলতেই এই বিমানের মোট দাম ছাড়িয়েছে ৪১০০ কোটি টাকা।বিমানটির অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে যে করও। তাই এই জেটটির দামও আকাশছোঁয়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হল সৌদির রাজপুত্রের এই ব্যক্তিগত বিমানটি কেমন দেখতে? কী কী সুবিধা রয়েছে এই বিমানে?

এই বিলাসবহুল ব্যক্তিগত বিমানে রয়েছে ঝাঁচকচকে বেডরুম, প্রার্থনার ঘর। এই বিমানে সফর করতে পারবেন মোট ৮০০ জন। সেইসাথে রয়েছে ১০ আসনের ডাইনিং হলও। এছাড়াও এই বিমানের মধ্যে বিনোদনের জন্য রয়েছে হোম থিয়েটার, এবং বিনোদনের ঘর। এছাড়া বিমানের মধ্যেই রয়েছে স্পা-ও। রয়েছে ‘স্টিম বাথ’-এর জন্য আলাদা ঘর।

তবে ফোর্বস সূত্রে খবর যার কাছে এত দামি ব্যক্তিগত বিমান রয়েছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৫৫ লক্ষ কোটি টাকা। সেই তুলনায় রিলায়্যান্স কর্ণধার মুকেশ অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ ঢের বেশি। তবে মুকেশ অম্বানীরও বিলাসবহুল ব্যক্তিগত বিমান রয়েছে তবে তার বাজারমূল্য ৬০৩ কোটি টাকা। অন্যদিকে রতন টাটার বিলাসবহুল ব্যক্তিগত বিমানের দাম ২০০ কোটি টাকারও বেশি। তবে সৌদির রাজপুত্রের থেকে রতন টাটার সম্পত্তির পরিমাণ কম। টাটার মোট সম্পত্তির পরিমাণ ৩৮০০ কোটি টাকা। এছাড়া ভারতীয় শিল্পপতি গৌতম আদানির রয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত বিমান। তবে সেগুলি সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম দামি। শুধু তাই নয়, এলন মাস্ক, বিল গেটস, কিংবা জেফ বেজ়োসদের ব্যক্তিগত বিমানের দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *