নুসরাত জাহানের পর বড়সড় কেস খেল গোবিন্দা! হতে পারে ১০ বছরের জেল, তোলপাড় বলিউড, ঠিক কি ঘটেছে?

নুসরাত জাহানের পর বড়সড় কেস খেল গোবিন্দা! হতে পারে ১০ বছরের জেল, তোলপাড় বলিউড, ঠিক কি ঘটেছে?

নুসরাত জাহানের পর
বড়সড় কেস খেল গোবিন্দা!

মানুষকে বোকা বানিয়ে
টাকা হাতানোর অভিযোগ!

হাতকড়া পড়তে হতে পারে
গোবিন্দাকে!
হতে পারে ১০ বছরের জেল!

কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়াল
রাজা বাবুর নাম!

তোলপাড় বলিউড
ঠিক কি ঘটেছে?

বলিউড তারকারা অভিনয়ের আড়ালে যে দু নম্বরি ব্যবসাও যে চালান সেই নিয়ে আগেও বহু কেচ্ছা শোনা গিয়েছে। যেমন বিগত কিছুমাস আগেই বি টাউনের লাস্যময়ী নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের নাম জড়িয়েছিল আরথিক কেলেংঙ্কারিতে। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরথিক তছরুপে নাম জড়ালেন বলিউডের অত্যন্ত স্বনামধন্য অভিনেতা গোবিন্দা। বিনোদন জগতে যিনি রাজাবাবু নামে খ্যাত।

১ হাজার কোটি টাকার অনলাইন পঞ্জি মামলায় জড়িয়েছে গোবিন্দার নাম। তদন্তকারীদের অভিযোগ সোলার টেকনো আলায়েন্স নামের একটি সংস্থা বিভিন্ন দেশে ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের আড়ালে বড় রকমের দুর্নীতি চালাচ্ছেন। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছেন। সংস্থাটির বিরুদ্ধে বিহার, উত্তর প্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড এবং ভারতের একাধিক রাজ্যে থেকে প্রতারণা করে টাকা তোলার অভিযোগ রয়েছে। এই সংস্থাটির সাথে নাম জড়িয়েছে গোবিন্দার।

কীভাবে?

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন-

সোলার টেকনো আলায়েন্স নামের সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার বি টাউনের রাজা বাবু। গোবিন্দার মুখ দেখিয়ে চলত সংস্থাটি। জুলাই মাসে গোয়াতে এই সংস্থাটির তরফে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেও যোগ দেন অভিনেতা। তবে এখনও পর্যন্ত গোবিন্দার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করা হয়নি। তাঁকে অভিযুক্ত বলেও দাবি করা হয়নি। কেবলমাত্র তদন্তের স্বার্থে এই ঘটনায় গোবিন্দার নাম জড়িয়েছে। তবে এই ঘটনায় গোবিন্দার যোগসূত্র পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তদন্ত আধিকারিকেরা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *