১ অক্টোবর থেকেই আধার কার্ডের দিন শেষ! চালু হবে আরেকটি নথি, যা না থাকলে জুটবে না ভোটাধিকার থেকে চাকরি

আধার, ভোটার অতীত! এবার শুধু এই নথি থাকলেই হয়ে যাবে সব কাজ, কি এই নথি?

আধার, ভোটার অতীত!
এবার ১টি নথি থাকলেই
হয়ে যাবে সকল কাজ!

স্কুলে ভর্তি থেকে পাসপোর্টের আবেদন
এই ১টি নথি দেখালেই ঝামেলা শেষ!
করতে হবে না বাড়তি দৌড় ঝাপ!

আধার, ভোটারের বিকল্প হিসেবে
উঠে এলো এই নথিটি!
কি এই বিশেষ নথি?

এত দিন আধার কার্ড মানেই বুঝতাম সবচেয়ে মূল্যবাণ সার্টিফিকেট। জন্ম, মৃত্যু, বিয়ে, চিকিৎসা, লাইসেন্স সবেতেই আধার কার্ড বাধ্যতামূলক নথি ছিল। কিন্তু এই নিয়ম সম্পূর্ণ বদলে দিল কেন্দ্র সরকার। এবার থেকে আধার কার্ড ছাড়াও একক নথি হিসেবে গুরুত্ব বাড়ানো হয়েছে বার্থ সার্টিফিকেটকের। এবার থেকে যে কোনও কাজে আপনি চাইলে নথি হিসেবে বার্থ সার্টিফিকেট জমা দিতে পারেন। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্টের আবেদন সর্বত্র বার্থ সার্টিফিকেট গুরুত্বসহকারে গ্রহণযোগ্যতা পাবে। এমনকি আধার কার্ড বানানোর ক্ষেত্রেও বার্থ সার্টিফিকেট সমানভাবে গুরুত্ব পাবে।

গত অধিবেশনে অর্থাৎ ১১ আগস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নতুন নিয়মের প্রস্তাবে সই করেন। ১ অক্টোবর থেকেই লাগু হচ্ছে এই নিয়মটি। ১ অক্টোবরের পর থেকে অন্যান্য নথির সাথে সাথে একক প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেটের প্রাধান্য বাড়বে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিয়ে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সর্বত্র বার্থ সার্টিফিকেট কাজে লাগবে।

হঠাৎ আধার কার্ডের চেয়েও বার্থ সার্টিফিকেটকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন?

আসলে এই নতুন আইনের উদ্দেশ্য হল *জন্ম ও মৃত্যুর জন্য জাতীয় ও রাজ্য স্তরের সঠিক ডেটাবেস তৈরি করা।* তাই দেরী না করে আপনার পরিবারের কারো যদি বার্থ সার্টিফিকেট না থাকে দ্রুত নিকটতস্থ সাইবার ক্যাফে গিয়ে বার্থ সার্টিফিকেট তৈরি করুন। এতে করে আপনার ঝক্কি অনেকটাই কমবে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *