প্রকাশ্যে এলো তোলপাড় করা বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট! সেরা দশে ঠাঁই পেল না সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক, প্রকাশ্যে এলো অবিশ্বাস্য তালিকা

প্রকাশ্যে এলো তোলপাড় করা বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট! সেরা দশে ঠাঁই পেল না
সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক, প্রকাশ্যে এলো অবিশ্বাস্য তালিকা

প্রকাশ্যে এলো
তোলপাড় করা বাংলা সিরিয়ালের
টিআরপি লিস্ট!

সেরা দশে ঠাঁই পেল না
সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক!

সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে
টপার হল নতুন সিরিয়াল!

সেরা দশে রয়েছে
কোন কোন ধারাবাহিক?
কত স্থানে রয়েছে জগদ্ধাত্রী?

সিরিয়াল মানেই বাঙালীদের কাছে এক প্রকার নেশা। বিকেল হলেই রিমোট হাতে টিভির সামনে বসে পড়েন বাংলার মা, মাসিরা। রোজকার ঘরে ঘরে দেখা যায় এই এক দৃশ্যে। এই মুহূর্তে স্টার জলসা ও জি বাংলা মিলিয়ে একাধিক সিরিয়াল চালু রয়েছে। এরা একে অপরকে ছাপিয়ে যেতে চায়। প্রতিটি সিরিয়ালই চায় অন্য সিরিয়াল থেকে বেশি আকর্ষণীয় ও চাহিদাসম্পন্ন হয়ে উঠতে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই কোন সিরিয়াল এগিয়ে আছে, কোন সিরিয়াল পিছিয়ে আছে সেই রেটিং চার্ট সামনে নিয়ে আসে সিরিয়ালগুলোর সাপ্তাহিক টিআরপি তালিকা। সম্প্রতি সামনে এলো তোলপাড় করা লেটেস্ট টিআরপি রেটিং চার্ট। যেখানে বেরিয়ে এলো কোন সিরিয়ালের কত দম। এক নজরে দেখুন প্রথম দশে কোন কোন সিরিয়াল রয়েছে –

দশম – বাংলা মিডিয়াম রেটিং (৫.৫)
নবম – তুঁতে রেটিং (৬.০)
অষ্টম – লভ বিয়ে আজকাল রেটিং (৬.১)
সপ্তম – খেলনা বাড়ি রেটিং (৬.৪)
ষষ্ঠ – এই তালিকায় রয়েছে এক সঙ্গে ৩টি সিরিয়াল। যথাক্রমে-

হরগৌরী পাইস হোটেল রেটিং (৬.৭)
কার কাছে কই মনের কথা রেটিং (৬.৭)
সন্ধ্যাতারা রেটিং (৬.৭)

পঞ্চম – রাঙা বউ রেটিং (৭.৫)
চতুর্থ – জগদ্ধাত্রী রেটিং (৮.০)
তৃতীয় – নিম ফুলের মধু রেটিং (৮.২)
দ্বিতীয় – ফুলকি রেটিং (৮.৩)
প্রথম – অনুরাগের ছোঁয়া রেটিং (৮.৮)

আগের সপ্তাহের তুলনায় অনেকটাই পরিবর্তন এসেছে মেগা স্কোরে। দর্শকদের চাহিদা অনুযায়ী সিরিয়ালগুলোতে বিভিন্নভাবে পরিবর্তন আনছেন নির্মাতারা। টিআরপি লিস্টে সেরা স্থান পেতে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। এখন দেখার অপেক্ষা আগামী সপ্তাহের টিআরপি তালিকায় কে পায় সেরা স্থান।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *