জানেন দুর্গাপুজোয় ফিতে কাটতে কোন তারকা কত টাকা পাচ্ছেন? ২০২৩ সালের তালিকায় অবিশ্বাস্য রদবদল

জানেন দুর্গাপুজোয় ফিতে কাটতে কোন তারকা কত টাকা পাচ্ছেন? ২০২৩ সালের তালিকায়
অবিশ্বাস্য রদবদল

জানেন দুর্গাপুজোয় ফিতে কাটতে
কোন তারকা কত টাকা পাচ্ছেন?

২০২৩ সালের তালিকায়
অবিশ্বাস্য রদবদল!

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন
এক বাঙালী নায়িকা!

জলের মতন টাকা দেওয়া হচ্ছে
তাঁকে!

১০ সেকেন্ডে সামান্য ফিতে কেটেই
লাখপতি হতে চলেছে এই হিরোইন!

যার কাছে চুনোপুঁটি
বুম্বাদা থেকে দেব!

দেখুন ফিতে কাটার পারিশ্রমিকের
লেটেস্ট তালিকা

প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের দিকে, মাতৃ প্রতিমা নির্মাণও প্রায় সম্পন্ন হয়ে আসছে। এখান থেকেই আভাস মেলে পুজোর বাকি আর বেশি দিন নেই। আর কটা দিন গেলেই লাল নীল আলোয় সেজে উঠবে প্যান্ডেলগুলো। ধুপ, ধুনোর গন্ধে মেতে উঠবে পুজো বাড়ি। যত বড় পুজো, যত বড় থিম তত নামী নামী তারকাদের আগমন। স্বনামধন্য ক্লাবের পুজোর ফিতে কাটার জন্য আনা হয় জনপ্রিয় তারকাদের। কারণ সেলিব্রেটিরা এলেই দর্শনার্থীদের কোলাহল আরো বাড়ে। পুজোর আমেজ আরও বেশি জমজমাট হয়। তবে এই তারকাদের দিয়ে ফিতে কাটামোর পিছনেও রয়েছে বড় গল্প। এরা কেউ ফ্রিতে আসেন না। তারকাদের দিয়ে ফিতে কাটাতে বড় বড় ক্লাবগুলোর লাখ লাখ টাকা খরচ হয়। ফিতে কাটার জন্য কোনো তারকা নেন লাখ টাকা, কোনো তারকা তারও বেশি আবার কেউ হাজারেই খুশি।

তথ্য সূত্রে খবর চলতি বছর বড় পর্দার সাথে সাথে ছোট পর্দার তারকারাও ফিতে কাটার কাজে সামিল হয়েছেন। কোয়েল, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী এদের সাথে সাথে বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী, দীপা, সৃজলা এদের মতন তারকাদেরও কদর বেড়েছে। সংবাদসূত্রে বেরিয়ে এসেছে ২০২৩ সালে ফিতে কাটতে কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন সেই তালিকা-

কোয়েল মল্লিক – ৫ লক্ষ টাকা

প্রসেনজিৎ চ্যাটার্জী – ৩ লক্ষ টাকা

সুপারষ্টার দেব – ৩ লক্ষ টাকা

মিমি চক্রবর্তী – ২ লাখ ৫০ হাজার টাকা

শুভশ্রী, শ্রাবন্তী ও অঙ্কুশ – ২ লাখ টাকা

সায়ন্তিকা ও যশ দাশগুপ্ত – ১ লাখ ৫০ হাজার টাকা

দ্বিতিপ্রিয়া রায় – ১ লাখ টাকা

স্বস্তিকা ঘোষ এবং অঙ্কিতা মল্লিক – ৫০ হাজার টাকা

সৃজলা গুহ – ৪০ হাজার টাকা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *