বোন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেও দিদি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে উজ্জ্বল করেছেন দেশের মুখ। তবে এই দুই বোনের পছন্দ-অপছন্দ থেকে বাকি সব কাজকর্মে রয়েছে অনেক মিল। কথা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবং তাঁর দিদি খুশবু পাটানিকে নিয়ে। প্রসঙ্গত দিশার ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। সেই মতই তিনি নিজের স্বপ্ন পূরণ করে আজ বলিউডের জনপ্রিয় নায়িকা।
অন্যদিকে তার দিদি খুশবুর কখনও অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না। তিনি তাই বাবার দেখানো পথ অনুসরণ করেই তিনি যোগ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীতে। খুশবু বর্তমানে লেফটেন্যান্ট পদে আসীন রয়েছেন। দিশা এবং খুশবুর এক ভাইও আছে। তার নাম সূর্যাংশ পাটানি। আসলে তাঁদের বাবা ছিলেন জগদীশ সিংহ ছিলেন পুলিশ আধিকারিক। তাই উত্তরাখণ্ডের তানকপুরে জন্মগ্রহণ করলেও বাবার কাজের কারণে তারা তানকপুর থেকে বারেলি চলে গিয়েছিল।
সেখানেই ডেপুটি পুলিশ অফিসার ছিলেন জগদীশ। সেই সূত্রেই বরেলিতে পড়াশোনা করেছিলেন খুশবু। পরবর্তীতে গ্রেটার নয়ডার দেরাদুন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন খুশবু। তারপর কিছুদিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেছিলেন একটি সংস্থায়। তবে পরবর্তীতে তিনি যোগ দিয়েছেন সেনাবাহিনীতে। দীর্ঘ সাত বছর ধরে তিনি দেশ সেবার কাজে ব্রতী রয়েছেন।
দিদিকে ভালোবেসে ডুব্বু বলে ডাকেন দিশা। খুশবুর জন্ম ১৯৯১ সালের ২৩ নভেম্বর। দিদিকে নিয়ে সবসময়ই ভীষণ গর্বিত দিশা।তাই সোশ্যাল মিডিয়াতেও হামেশাই দিদির সাথে ছবি শেয়ার করতে দেখা যায়। একবার খুশবুর উর্দি পরা ছবি শেয়ার করে দিশা লিখেছিলেন ‘আশ্চর্য নারী’কে নিয়ে তিনি গর্বিত। তবে বোনের মতো খুশবু ক্যামেরার সামনে অতটাও সাবলীল নন। তাই বরাবরই নিজেকে ক্যামেরার থেকে দূরেই রাখেন তিনি।
সেনাবাহিনীতে যোগ দিলেও খুশবু নাচে-গানেও দারুন পারদর্শী। এছাড়া বোন দিশার মতোই খুশবুও দারুণ ফিটনেস ফ্রিক। তাই দিনের অনেকটা সময় তিনি শরীর চর্চায় ব্যস্ত থাকেন। তবে তিনি সব থেকে বেশি পছন্দ করেন নিজেকে সবার আড়ালে রাখতে। জানা যায় কলেজে পড়ার সময় থেকেই এক সহপাঠীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশার দিদি, খুশবু। তার নাম সাহিল কুমার। তিনি পেশায় একজন গায়ক। এখনও তাদের সম্পর্ক রয়েছে বলেই খবর। তবে এখনও পর্যন্ত তাঁদের বিয়ের ব্যাপারে কোনো খবর মেলেনি।
Leave a Reply