যোগ্য মেধাবী পড়ুয়াদের বিদেশ পাঠাচ্ছেন শাহরুখ খান! চালু করলেন বিশেষ স্কলারশিপ! ১ বার চান্স পেলেই জীবন ধন্য
যোগ্য মেধাবী পড়ুয়াদের
বিদেশ পাঠাচ্ছেন শাহরুখ খান!
চালু করলেন বিশেষ স্কলারশিপ!
১ বার চান্স পেলেই জীবন ধন্য!
কোটি টাকার চাকরি!
লাক্সারিয়াস লাইফস্টাইল!
কারা পাবেন এই স্কলারশিপ?
কীভাবে করবেন আবেদন?
কি কি যোগ্যতা লাগবে?
জওয়ানের সাফল্যে উচ্ছ্বসিত এসআরকে ভক্তরা। ভারতীয় সিনেমার ইতিহাসে বহু বড় বড় রেকর্ড ভেঙে দিয়েছে কিং খান এর জওয়ান। বলিউডের কিং খান কেবল পর্দার সুপারহিরোই নয়, তিনি বাস্তবেও একজন আদর্শ সুপারহিরো। কেন জানেন? কারণ তিনি বাস্তবেও সুপার হিরোর মতনই কাজ করেন। তার হাত ধরে বহু মেধাবী পড়ুয়া বিদেশে পড়াশুনোর সুযোগ পায়। যোগ্য ও মেধাবী পড়ুয়াদের জন্য শাহরুখ খান বিশেষ স্কলারশিপ দিয়ে থাকেন। *যেকোনো* সামাজিক কাজে তিনি সবসময় এগিয়ে থাকেন। আর এই স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও কিং খান দিলদার। তার সংস্থার তরফে যোগ্য ও মেধাবী পড়ুয়াদের অস্ট্রেলিয়ার LaTrobe বিশ্ববিদ্যালয় পিএইচডি করতে স্কলারশিপ প্রদান করে। বিশেষ এই স্কলারশিপে সুবিধাভোগীরা পান *৩ হাজার* মার্কিন ডলার ভ্রমণ ভাতা এবং *৩২ হাজার ৫০০* মার্কিন ডলার পড়াশোনার অনুদান। এটি সাড়ে তিন বছর ধরে দেওয়া হয়। তবে এই স্কলারশিপ পাওয়ার কিছু শর্ত রয়েছে।
প্রথমত, আপনাকে মহিলা হতে হবে
দ্বিতীয়ত, আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
তৃতীয়ত আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে
এছাড়াও উচ্চ স্তরের অ্যাকাডেমিক কৃতিত্ব থাকাও বাঞ্ছনীয়। আপনার এই সমস্ত কিছু থাকলেই আপনিও আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য।
প্রথমত আপনাকে গুগলে শাহরুখ খান লা ট্রোব ইউনিভার্সিটি পিএইচডি স্কলারশিপ লিখে তাদের ওয়েবসাইটে *srk/phd-scholarship* এ আবেদন করতে হবে। এরপর আপনার নাম শর্টলিষ্ট হলে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সেখানে সফল হলেই আপনি পেয়ে যাবেন এই বিশেষ বৃত্তি।
সত্যি অভিনেতার পাশাপাশি শাহরুখ যে একজন বড় হৃদয়বান মানুষ সে কথা এই সমস্ত কাজ কর্মের মধ্যে দিয়ে তিনি বারংবার প্রমাণ করেন।
Leave a Reply