Head:- এবারে হবে সব স্বপ্নপূরণ! উচ্চশিক্ষায় থাকবে না কোনো বাধা। বিশেষ স্কলারশিপ দিচ্ছে শাহরুখ খান, বিল গেটসরা। জানুন এক্ষুনি

Head:- এবারে হবে সব স্বপ্নপূরণ! উচ্চশিক্ষায় থাকবে না কোনো বাধা। বিশেষ স্কলারশিপ দিচ্ছে শাহরুখ খান, বিল গেটসরা। জানুন এক্ষুনি

Focus

বিরাট সুখবর!

এবারে হবে সব স্বপ্নপূরণ
উচ্চশিক্ষায় থাকবে না
আর কোনো বাধা।

স্বপ্ন পুরন করবে
শাহরুখ খান, বিল গেটসরা।

ঘোষিত হল
বিরাট স্কলারশিপ।

জানেন কারা পাবেন
এই স্কলারশিপ?

কিভাবে আবেদন
করবেন এতে ?

এক্ষুণি জানুন নইলে
হাতছাড়া হবে বিরাট সুযোগ।

Body:- আজকের দিনে উচ্চশিক্ষা এক অপরিহার্য উপাদান। জীবনে এগিয়ে চলার পথে এই উচ্চশিক্ষা আবশ্যক। তবে, এই উচ্চশিক্ষার ক্ষেত্রে বাঁধা হয়ে দাড়ায় অর্থাভাব। বহু শিক্ষার্থীর স্বপ্ন, স্বপ্নই থেকে যায় এই বিষয়ে। তবে এবারে সেই সবই হবে সম্ভব। শুধু দেশেই নয় চাইলে বিদেশেও পড়তে পারবেন উচ্চ শিক্ষার জন্য। খরচা দেবে সেলিব্রিটিরা। হ্যাঁ ঠিকই শুনছেন এবার এমনই কিছু স্কলারশিপের সন্ধান দেব আমরা। যা বদলে দেবে ছাত্র – ছাত্রীদের জীবন।

১.
এই তালিকায় প্রথমেই যার নাম উঠে আসে, সে হল শাহরুখ খান। যেকোন সামাজিক কাজে তিনি এগিয়ে থাকেন। আর এই স্কলারশিপ প্রদানের ক্ষেত্রেও কিং খান দিলদার। তার সংস্থা ইচ্ছুক মহিলাদের অস্ট্রেলিয়ার LaTrobe বিশ্ববিদ্যালয় পিএইচডি করতে স্কলারশিপ প্রদান করে। বিশেষ এই স্কলারশিপে সুবিধাভোগীরা পান ৩,০০০ মার্কিন ডলার ভ্রমণ ভাতা এবং ৩২, ৫০০ মার্কিন ডলার পড়াশোনার জন্য অনুদান। এটি সাড়ে তিন বছর ধরে দেওয়া হয়। তবে এই স্কলারশিপ পাওয়ার কিছু শর্ত রয়েছে। প্রথমত, আপনাকে মহিলা হতে হবে। দ্বিতীয়ত, আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তৃতীয়ত আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও উচ্চ স্তরের অ্যাকাডেমিক কৃতিত্ব থাকাও বাঞ্ছনীয়। আপনার এই সমস্ত কিছু থাকলেই আপনিও আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। প্রথমত আপনাকে তাদের ওয়েবসাইটে (https://www.latrobe.edu.au/industry-and-community/partnerships/indian-film-festival/srk/phd-scholarship) আবেদন করতে হবে। এরপর আপনার নাম শর্টলিষ্ট করে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। সেখানে সফল হলেই আপনি পেয়ে যাবেন এই বিশেষ বৃত্তি।

২.
UGC বা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের পক্ষেও দেওয়া হয় বিশেষ বৃত্তি। বিশেষ এই স্কলারশিপটির নাম ইন্দিরা গান্ধী বৃত্তি। এই স্কলারশিপটির অর্থ মূল্য ৩,১০০ টাকা প্রতি মাসে। তবে এটি পেতে গেলেও কয়েকটি শর্ত মানতে হবে আপনাকে। প্রথমত আপনাকে হতে হবে একক কন্যা সন্তান। দ্বিতীয়ত, অবশ্যই আপনাকে হতে হবে একজন ভারতীয় নাগরিক। সর্বশেষে, আপনাকে কোন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বা পোস্ট-ডক্টরাল কোর্সে ভর্তি হতে হবে। এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ইউজিসির ( https://sgc.ugc.ac.in/ ) ওয়েবসাইটে।

৩.
Microsoft এর প্রতিষ্ঠাতা বিল গেটসও নানান স্কলারশিপ প্রদান করে থাকেন। ১৯৯৯ সাল থেকে তিনি এই স্কলারশিপ প্রদান করেন। এই স্কলারশিপের লক্ষ্য হল নিম্ন পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করা। কিন্তু, এই বৃত্তি পেতে গেলে আপনাকে দিতে হবে একটি প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা। সেটি পাস করলেই আপনিও পাবেন এই স্কলারশিপ। পড়ুয়াদের টিউশন ফি, থাকার খরচ, বই ও পরিবহণের যাবতীয় খরচ বহন করবে এই বৃত্তি। এতে আবেদনের জন্য, আপনাকে যেতে হবে বিল গেটস এর স্কলারশিপ ফাউন্ডেশনের ওয়েবসাইটে।

৪.
এছাড়াও, ভারত সরকারের পক্ষ থেকেও দেওয়া হয় বিশেষ স্কলারশিপ। এই স্কলারশিপের পোশাকি নাম ড. এ পি জে আব্দুল কালাম বৃত্তি। এই স্কলারশিপ পেতে গেলে প্রথমত, আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, বিজ্ঞান ও প্রযুক্তি বা সমাজসেবায় আগ্রহী হতে হবে আপনাকে। সর্বশেষ ও সর্বগুরুত্বপূর্ণ তথ্য আপনাকে ভারতের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তার বা পোস্ট-ডক্টারাল কোর্সে ভর্তি হতে হবে।

তবে শুধু জাতীয় নয়, কালামের নামে রয়েছে নানান আন্তর্জাতিক ফেলোশিপও। যার মধ্যে রয়েছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল আবদুল কালাম পিজি ফেলোশিপ ও সিডনি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবদুল কালাম ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাজুয়েট স্কলারশিপ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *