শেষ হচ্ছে ৩ রাশির খারাপ সময়!’পাপী’ গ্রহ রাহুর প্রকোপেই সুদিন ফিরবে ৩টি রাশির,
দুর্গা পুজোর পর পর খুলবে সৌভাগ্যের তালা
শেষ হচ্ছে ৩ রাশির
জঘন্য সময়!
‘পাপী’ গ্রহ রাহুর প্রকোপেই
সুদিন ফিরবে ৩টি রাশির!
দুর্গা পুজোর পর পর
খুলবে সৌভাগ্যের তালা!
রাতারাতি পকেটে আসবে টাকা!
বিপুল ধনরাশিতে ভরবে সংসার!
তালিকায় আছে কোন
তিনটি রাশি?
রাহু এবং কেতু এই দুটি গ্রহের নাম শুনলেই ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। রাহু ও কেতু এই দুটি অত্যন্ত খারাপ গ্রহ। এই দুই গ্রহকে নিষ্ঠুর ও পাপী গ্রহ মনে করা হয়। শুধুমাত্র রাহু ও কেতুর দশা থেকে মুক্তি লাভের জন্য মানুষ জ্যোতিষীর কাছে গিয়ে জলের মতন টাকা খরচ করে। কেউ কেউ দামী পাথর ধারণ করে এই দুই গ্রহের নজর থেকে বাঁচার জন্য। তবে রাহু ও কেতু যাদের উপর শুভ দৃষ্টি দেন তাদের জীবন রাজার মতন হয়। চলতি বছরের ৩০ অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। রাহুর এই গোচরে প্রভাবিত হতে চলেছে এক সঙ্গে ৩টি রাশি। দেখুন তালিকায় রয়েছে কারা-
১, বৃষ রাশিঃ রাহুর গোচরে ভাগ্যের মরচে পড়া তালা খুলতে চলেছে বৃষ রাশির। এই রাশির জাতকেরা রাহুর দ্বারা পরিপুষ্ট হবে। কর্মক্ষেত্র থেকে সাংসারিক জীবন সর্বত্র সুনাম পাবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের জীবনেও সুসময় আসবে। মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে।
২ কন্যা রাশিঃ দুষ্টু গ্রহ রাহুর দ্বারা শক্তিশালী হতে চলেছে কন্যা রাশি। রাহুর গোচরে আচমকা ধন দৌলতে সমৃদ্ধ হবে কন্যা রাশির জাতকেরা। সমাজে কদর বাড়বে। মান যশ আকাশ ছোঁয়া হবে। প্রেম জীবন স্বার্থক হবে। কঠিন অসুখ থেকে মুক্তি পাবে।
৩, বৃশ্চিক রাশিঃ রাহুর কৃপা ধন্য হবে বৃশ্চিক রাশির জাতকেরাও। রাহুর গোচরে শক্তি সঞ্চয় করে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠবে বৃশ্চিক রাশি। এই রাশির জাতকদের বিদেশ ভ্রমণের সম্ভাবনাও তৈরি হবে।
Leave a Reply