বিশ্বকর্মা পুজোর দিন বুধ ও শনির বিশেষ যোগ! যা বদলে দেবে ৩টি রাশির পোড়া কপাল, টাকা ১ মাস ব্যাপী ভালো সময় কাটাবে শুধুমাত্র ৩টি রাশি
বিশ্বকর্মা পুজোর দিন
বুধ ও শনির বিশেষ যোগ!
যা বদলে দেবে
৩টি রাশির পোড়া কপাল!
রাজার মতন ফুলে ফেঁপে লাল হবে!
টাকার ঢেউয়ে ভাসবে!
চাকরি থেকে সংসার চারিদিকেই সম্মান!
টাকা ১ মাস ব্যাপী ভালো সময়
কাটাবে শুধুমাত্র ৩টি রাশি
তালিকায় রয়েছেন কারা
দেখুন
নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ নক্ষত্র স্থান বদল করে। জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহ নক্ষত্রের এই স্থান বদল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ গ্রহ, নক্ষত্রের স্থান বদলের কারণে বিভিন্ন দশা ও যোগ সৃষ্টি হয়। যার প্রভাব বিভিন্ন রাশির উপর বিভিন্ন রকমভাবে পড়ে। চলতি বছরের আগামী ১৮ সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পূজোর দিন শনি এবং বুধ গ্রহ একসঙ্গে একটি বিশেষ যোগ তৈরি করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী ১৮ সেপ্টেম্বর বুধ এবং শনি উভয়ই একে অপরের সামনে ভ্রমণ করবে। এই দুটি গ্রহ একে অপরের দিকে সপ্তম দৃষ্টিতে ভ্রমণ করবে বুধ ও শনির দ্বারা সৃষ্টি বিশেষ এই যোগটির প্রভাব পড়তে চলেছে ৩ রাশির জাতক জাতিকার উপর। ৩টি রাশির জাতক জাতিকা সোজা ভাষায় রাজার ঘরে প্রবেশ করবে। দেখুন তালিকায় রয়েছে কোন ৩টি রাশি –
১, মেষ রাশি- এই রাশির জীবন বদলাতে আরম্ভ করবে। বুধ, শনির বিশেষ যোগে বিশ্বকর্মা পুজো থেকেই কৃপা লাভ করতে শুরু করবে মেষ রাশি। এই রাশির জাতকেরা যাবতীয় পুরনো রোগ থেকে মুক্তি পাবে। ধার দেনা থেকে মুক্তি পাবে। আচমকা নতুন ও ভালো চাকরির হদিশ পাবে। সমাজে মান মর্যাদা বাড়বে।
২,বৃষ রাশি- বুধ এবং শনির বিশেষ যোগে বিশেষ ফায়দা পাবে বৃষ রাশি। এই রাশির জাতকেরা সাফল্যের বন্যায় ভাসবে। অর্থ ভাগ্যে বলীয়ান হয়ে উঠবে। যারা অনেক দিন ধরেই অর্থ কষ্টে ভুগছিলেন তাদের জন্য সুদিন ফিরবে। যারা চাকরি পাচ্ছিলেন না তাদের কাছে ভালো কাজ ও ব্যবসার অফার আসবে। সব মিলিয়ে সোনায় সোহাগা হতে চলেছে বৃষ রাশি।
৩, মিথুন রাশি- বুধ এবং শনির বিশেষ যোগে শক্তিশালী হয়ে উঠবে মিথুন রাশির অধিপতি গ্রহ। এই রাশির জাতকদের সকল মনোবাসনা পূর্ণ হবে। যাদের দীর্ঘদিন ধরেই পদোন্নতি হচ্ছে না, তাদের পদোন্নতি হবে। হাতে বিপুল টাকা আসবে। ধন দৌলতে সংসার পূর্ণ হবে।
Leave a Reply