দুর্গাপুজো

ঢাকে পড়লো কাঠি!  এখন থেকেই বেজে গিয়েছে পুজোর বাদ্যি। আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। বছরভর এই দিনগুলির অপেক্ষাতেই থাকেন গোটা বাঙালি জাতি। শহর কলকাতা থেকে মফস্বল কিংবা গ্রামগঞ্জে বাংলা জুড়ে দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠেন সকলে। কোথাও কোথাও বাড়িতে পুরনো রীতি মেনে সাবেকি পুজো হলেও এখনকার দিনে বেশিরভাগ জায়গাতেই রয়েছে থিমের পুজোর বাড়বাড়ন্ত।

আর এই ধরনের পুজোতে শহর হোক কিংবা মফস্বল সব জায়গাতেই পুজো উদ্যোক্তাদের প্রথম পছন্দ বাংলা টিভি সিরিয়াল কিংবা সিনেমার অভিনেতা অভিনেত্রী। বিগত কয়েক বছরে যদিও এই ধরনের পুজো উদ্বোধনের ফিতে কাটার জন্য বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের ভিড়ে এক প্রকার কোণঠাসা  হয়ে পড়েছিলেন বাংলা সিনেমার  অভিনেতা অভিনেত্রীরা।

যদিও এই বছর ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। তবে প্রতিবারের মতো এবারও পুজো উদ্বোধনের ফিতে কাটার জন্য তারকাদের পারিশ্রমিকের সংখ্যাটা রয়েছে আকাশ ছোঁয়া। যে তারকার চাহিদা যত বেশি তার পারিশ্রমিকের অংকটাও তত বেশি। তাই কেউ সন্তুষ্ট হয়েছেন হাজারে আবার কেউ পৌঁছে গিয়েছেন ৫ লাখে। আসুন দেখে নেওয়া যাক এবছরের পুজোয় দুর্গাপুজোর উদ্বোধনে ফিতে কাটার জন্য তারকাদের কার পারিশ্রমিক কত।

৪০হাজার টাকা :

দুর্গাপুজোর উদ্বোধনে ফিতে কাটার জন্য এবছর ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেবেন ছোট পর্দার ‘হরগৌরী পাইস  হোটেল’ খ্যাত ঐশানি অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং ‘মন ফাগুন’ সিরিয়ালের নায়িকা পিহু অভিনেত্রী সৃজলা গুহ।

৫০হাজার টাকা :

এখনকার বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় নায়িকা হলেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দেখতে গেলে ছোটপর্দার নায়িকাদের ক্ষেত্রে এই তালিকায় এগিয়ে রয়েছেন তাঁরাই।

১ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা:

এই তালিকায় রয়েছেন জনপ্রিয় তিনজন টলিউড অভিনেত্রী। ছোটপর্দার রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ফিতে কাটার জন্য এবছর পারিশ্রমিক নিচ্ছেন এক লক্ষ টাকা। অন্যদিকে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়  ফিতে কাটার জন্য নিচ্ছেন  দেড় লক্ষ টাকা।

২ লক্ষ টাকা:

টলিউড তারকাদের এই তালিকায় দুই জনপ্রিয় অভিনেত্রীদের সাথেই রয়েছেন একজন সুপারস্টার। দুর্গাপুজোর উদ্বোধনে এবছর ফিতে কাটার জন্য ২ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলী এবং অঙ্কুশ হাজরা।

আড়াই লক্ষ টাকা:

এই তালিকায় পিছিয়ে নেই টলি সুন্দরী মিমি চক্রবর্তীও।  এবছর পুজো  উদ্বোধনে ফিতে কাটার  জন্য তিনি পাবেন তিন লক্ষ টাকা।

তিন লক্ষ টাকা:

ফিতে কেটেই লাখপতি হওয়া এই টলিউড সুপারস্টারদের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন  সুপারস্টার দেব অধিকারী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।  এবছর তাঁরা দুজনেই পাবেন তিন লক্ষ টাকা।

৫ লক্ষ টাকা:

ফিতে কেটে পুজো উদ্বোধন করার জন্য এ বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ৫ এবছর দুর্গাপুজোয় পারিশ্রমিক হিসাবে ৫ লক্ষ টাকা নিচ্ছেন কোয়েল।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *