এ যেন ‘এলেন, দেখলেন আর জয় করলেন’। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করে চলেছে শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’। কেরিয়ারের দিক দিয়ে এই বছর সাফল্যের শিখরে রয়েছেন কিং খান। জাওয়ান সিনেমার মধ্যে দিয়েই ঠিক যেন ঘুমন্ত সিংহের মতো আরও একবার জেগে উঠেছেন শাহরুখ। তাই পাঠানের পর জাওয়ানের হাত ধরেও বক্স অফিসে নতুন করে ঝড় তুলেছেন বলিউড বাদশা। মুক্তির পর থেকে শাহরুখ খানের জাওয়ান বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটির ব্যবসা করেছে।
এছাড়া বছরের শুরুতে মুক্তিপ্রাপ্ত শাহরুখের পাঠান ব্যবসা করেছিল মোট ১০০০ কোটি টাকা। সেদিক দিয়ে দেখতে গেলে এবছর শাহরুখ খান-ই বক্স অফিসে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছেন। কিন্তু ওই যে স্বয়ং কিং খান বলছেন ‘পিকচার আভি বাকি হে, মেরে দোস্ত’। তাই জাওয়ান-ই শেষ নয় এরপর শাহরুখ ভক্তদের জন্য অপেক্ষা করছে আরো ছ’ছটি সিনেমা। যার মধ্যে দিয়ে নিজেকে আবার নতুন করে ভেঙেচুরে দর্শকদের সামনে তুলে ধরবেন শাহরুখ। আসুন দেখে নেওয়া যাক জাওয়ান ছাড়াও আগামী দিনে কিং খানের আসন্ন সিনেমা গুলির তালিকা।
ডানকি: পাঠান কিংবা জওয়ান সিনেমার থেকেও দর্শকদের একটা বড় অংশ একেবারে মুখিয়ে রয়েছেন রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘ডানকি’ দেখার অপেক্ষায়। চলতি বছরের একেবারেব শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে মুক্তি পাবে কিং খানের বহু প্রতীক্ষিত এই সিনেমা। বলিপাড়া সূত্রে খবর বর্তমানে প্রায় শেষের মুখে এই সিনেমার শুটিং।
টাইগার ৩: ডানকির পরেই শাহরুখ খানের ঝুলিতে রয়েছে টাইগার ৩। আগামী বছর অর্থ্যাৎ ২০২৪ সালের ঈদ উপলক্ষেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। সালমন খানের এই সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।
হে রাম: কিছু মিডিয়া রিপোর্টের দাবি আগামী দিনে শাহরুখ খানকে তাঁর নিজের ছবি ‘হে রাম’-এর রিমেকে দেখা যাবে।
টাইগার বনাম পাঠান: তালিকায় রয়েছে টাইগার বনাম পাঠান সিনেমাও। ইতিমধ্যেই শুরু হয়েছে এই সিনেমার কাজ। শোনা যাচ্ছে এই ছবিতে শাহরুখ এবং সালমান দুজনেই অভিনয় করবেন।
স্যালুট: চন্দ্রযান ৩-এর বিরাট সাফল্যের পর আগামী দিনে ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক তৈরী হতে চলেছে বলিউডে। এই সিনেমার নাম দেওয়া হয়েছে স্যালুট। এই সিনেমাতেই রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান।
ইজহার: বলিউডের খ্যাতনাম পরিচালক সঞ্জয় লীলা বনসালি। তাঁর সিনেমা মানেই বিগ বাজেটের সিনেমা। তিনি এবার ইজহার নামে একটি নতুন সিনেমা বানাচ্ছেন। এই সিনেমাতেই অভিনয় করবেন বলিউডের ‘দেবদাস’ শাহরুখ খান।
Leave a Reply