ঔষধের পাতায় খালি ঘর থাকে কেন জানেন? এর পিছনে আছে ৩টি কালো সত্য, যা না জানলেই বিপদ
ঔষধের পাতায় খালি ঘর
থাকে কেন জানেন?
দাম দিয়ে ঔষধ কিনেও
কেন কয়েকটি ঘরে ঔষধ থাকে না?
ঔষধ থাকার মত জায়গা থাকলেও
সেখানে থাকে শুধুই হাওয়া!
এই নিয়েই ঝামেলা বাঁধে
ফার্মেসি ও ক্রেতার মধ্যে!
তবে শুধু শুধু নয় ৩টি গুরুত্বপূর্ণ কারণে
এই কাজটি করে ঔষধ কোম্পানিগুলো
যা শুনলে আপনার ভুল ভেঙে যাবে
ঔষধের পাতায় থাকা খালি ঘর কেন থাকে এই নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। অনেকে গুগল করেও এই রহস্যের উত্তর খোঁজার চেষ্টা চালিয়েছেন। তবে সদুত্তর হয়ত মেলেনি। দামী ঔষধের পাতায় এই খালি ঘর সবচেয়ে বেশি চোখে পড়ে। দামী ঔষধের পাতায় মাঝখানে একটি ট্যাবলেট থাকে আর আশেপাশে ঔষধ ছাড়া খালি ঘর থাকে। অনেকেই অনুমান করে যে, ঔষধ কোম্পানিগুলো হয়ত ভুল করে ফাঁকা ঘরগুলোত ঔষধ ভরতে ভুলে গিয়েছে। এই অনেকে ঔষধের দোকানে গিয়ে ঝামেলা করেন। আবার কেউ কেউ ভাবেন এর পিছনে ঔষধ কোম্পানিগুলোর কোনও মতলব থাকে। কিন্তু এই সবের কিছুই নয়। এই রকম ভাবার কোনও কারণই নেই। ঔষধের পাতায় থাকা খালি ঘর রাখা হয় তিনটি গুরুত্বপূর্ণ কারণে। এক নজরে দেখুন, কারণগুলো –
১, ঔষধের পিছনে প্রিন্ট করার জন্য ফাঁকা জায়গাঃ অনেক সময় ঔষধের পিছনে প্রিন্ট করার জন্য ফাঁকা ঘর রাখা হয়। ঔষধ প্রস্তুতের সময়, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ করার জন্য অনেক সময় বড় জায়গার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ঔষধের পাতায় কয়েক ঘর ফাঁকা রেখে দেওয়া হয়।
২, অনেক সময় দামী ঔষধের ক্ষেত্রে ঘর ফাঁকা রাখতে হয়। তার কারণ দামী ঔষধের ক্ষেত্রে অনেক সময় এক পাতায় বেশি ঔষধ রাখলে নেওয়া আসার সময় ঔষধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩. অনেক সময় পাওয়ারি ঔষধ এক পাতায় বেশি রাখলে রি-অ্যাকশন হওয়ার একটি সম্ভাবনা থাকে। এই ধরনের রিস্ক আটকাতেও ঔষধের পাতায় খালি ঘর রাখা হয়।
Leave a Reply